• Mamata Banerjee: ‘অমাবস্যার কালো ছায়ায় ঢেকে গেছে মুখ’, নিশীথকে তুলোধনা করে মমতা আর যা যা বললেন…
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৪ এপ্রিল ২০২৪
  • Mamata Banerjee-Nisith Pramanik:

    কোচবিহারের BJP প্রার্থ নিশীথ প্রামাণিককে (Nisith Pramanik) তুমুল আক্রমণে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘আমাদের দলে ও ছিল আপদ। BJP-র আজ হয়েছে সম্পদ। শুধু গুণ্ডামি করে বেড়ায়।’ নিশীথ প্রশ্নে বৃহস্পতিবার এভাবেই সরাসরি তাঁর নাম না নিয়ে মাথাভাঙার মঞ্চ থেকে বেনজির আক্রমণ তৃণমূল সুপ্রিমোর।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)