• ‌‌ভূমিকম্পে বিপর্যস্ত তাইওয়ান, জারি উদ্ধারকাজ
    আজকাল | ০৪ এপ্রিল ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ বুধবার সকালে ভয়াবহ কম্পন অনুভূত হয় তাইওয়ানে। বৃহস্পতিবারও তাইওয়ানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারের কাজ। ৭.‌৪ মাত্রার কম্পনের উৎসস্থল ছিল রাজধানী তাইপেই থেকে ১০০ কিলোমিটারেরও বেশি দূরে হুয়ালিয়েন শহরের দক্ষিণে। গত ২৫ বছরের মধ্যে তাইওয়ানে এটিই ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। অন্তত ৯ জন মারা গেছেন। আহতের সংখ্যা ৮০০–র বেশি। ভেঙে পড়া টানেলের মধ্যে বা পাহাড়ি রাস্তায় বহু মানুষ এখনও আটকে রয়েছেন। ভূমিকম্পের পর জাপান ও ফিলিপিন্সে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। কিন্তু পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। ভূমিকম্পে হুয়ালিয়েন শহরের বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যন্ত এলাকা দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। 
  • Link to this news (আজকাল)