• তাইওয়ানের ভূমিকম্পে মৃত বেড়ে ৭, আহত ৭৩০
    আজকাল | ০৪ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ১৯৯৯ সালের পর ২০২৪। ২৫ বছর পর ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। বুধবার সকালে জোরাল কম্পনে মৃত বেড়ে ৭। আহত হয়েছেন কমপক্ষে ৭৩০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে। বুধবার সকাল ৮টা নাগাদ তাইওয়ানের রাজধানী তাইপেই এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। তৎক্ষণাৎ জাপান এবং ফিলিপিন্সের উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, তাইওয়ানের একাধিক শহরে রাস্তার উপর হেলে পড়েছে বহু বাড়ি। ভেঙেও পড়েছে একাধিক বহুতল। ফাটল দেখা গেছে বহু রাস্তায়। ভূমিধসের ঘটনাও ঘটেছে। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধারকাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। উল্লেখ্য, ১৯৯৯ সালে সেপ্টেম্বরে তাইওয়ানে ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন ২৪০০-র বেশি বাসিন্দা।
  • Link to this news (আজকাল)