• ফের মাঠের ভেতর দর্শক, তদন্তের দাবি ওয়াংখেড়ের কর্তাদের...
    আজকাল | ০৪ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ওয়াংখেড়ে স্টেডিয়ামে আবারও দর্শক ঢুকে পড়ার কারণে বিস্মিত আরব সাগরের হাওয়া গায়ে মেখে দাঁড়ানো মুম্বই শহর। কাশবের মতো দুষ্কৃতিকে যে শহর ধরে ফেলতে পেরেছিল, সেই শহরে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে চলতি আইপিএল চলাকালীন কীভাবে একজন দর্শক ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢুকে পড়ে রোহিত শর্মাকে প্রণাম করে, সেলফি তুলে গ্যালারিতে পালিয়ে যেতে পেরেছিল, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশি গাফিলতি যে এমন পর্যায়ে পৌঁছতে পারে সেটা নিয়ে তীব্র সমালোচিত হতে হচ্ছে মুম্বই পুলিশকে। এটা নিছক একটা ছোট ঘটনা হিসেবে নিতে চাইছে না ওয়াংখেড়ের কর্তারা। এই স্টেডিয়ামেই মদ্যপ অবস্থায় শাহরুখ খান মাঠে ঢুকে যে অভব্য আচরণ করেছিলেন, তখনও কিন্তু পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল। শেষপর্যন্ত শাহরুখের কাছ থেকে ওয়াংখেড়েতে ঢোকার অনুমতি কেড়ে নেওয়া হয়েছিল। এবার কী করবেন ওয়াংখেড়ের কর্তারা? যে দর্শক এবার মাঠে ঢুকে রোহিতের কাছে পৌঁছে গিয়েছিলেন, তাঁকে ধরে ফেলা হয়েছে, এবং আটকে রাখা হয়েছে তাঁকে। জিজ্ঞাসাবাদ চলছে। ওয়াংখেড়ের কর্তারা তদন্ত চেয়ে বসলেন। উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্স-রাজস্থান রয়্যাল ম্যাচে এই ঘটনা ঘটেছে। রোহিতদের সেটা প্রথম হোম ম্যাচ ছিল। চলতি আইপিএলে তৃতীয়। এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি মুম্বই। হারের হ্যাটট্রিক হার্দিক পাণ্ডিয়ার। 
  • Link to this news (আজকাল)