• সন্ত্রাসবাদের বিরুদ্ধে দু'মুখো নীতি ত্যাগের পরামর্শ অজিত দোভালের ...
    আজকাল | ০৪ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই-এর জন্য দু’মুখো নীতি ত্যাগ করতে হবে বলে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জানিয়েছেন। আন্তঃ সীমান্ত জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদীদের অবিলম্বে কার্যকরভাবে নির্মূল করতে হবে। কাজাখস্তানের আস্তানায় সাংহাই সহযোগিতা সংগঠন- এসশিও’র নিরাপত্তা সংক্রান্ত কনক্লেভে শ্রী দোভাল ভাষণ দেন।লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ, আল-কায়দা এবং আইসিস-এর মত রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের চিহ্নিত জঙ্গী গোষ্ঠীগুলির তৎপরতা ক্রমাগত এসশিও গোষ্ঠীভুক্ত দেশগুলির ওপর বেড়ে চলেছে বলে তিনি জানান। গত ২২ মার্চ মস্কোর প্রকাস সিটি হলে বর্বোরোচিত জঙ্গী হামলার তীব্র নিন্দা করেন শ্রী দোভাল। তিনি বলেন, নিরাপত্তার বিষয়টি সর্বদা ভারতের কাছে অগ্রাধিকার পেয়েছে।
  • Link to this news (আজকাল)