• 'মুখ্যমন্ত্রী পদে থাকাটা কেজরিওয়ালের ব্যক্তিগত সিদ্ধান্ত', জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট...
    আজকাল | ০৪ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে ইডি। বর্তমানে তিহার জেলে বন্দি রয়েছেন তিনি। এর মধ্যেই দিল্লি হাইকোর্টে মামলা করা হয়েছিল কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী থাকা নিয়ে। জেলে বন্দি থেকেও প্রশাসনিক কাজকর্ম কীভাবে চালাবেন এবং কীভাবে তিনি এখনও মুখ্যমন্ত্রী রয়েছেন সেই বিষয়ে হাইকোর্টে মামলা করেন এক ব্যক্তি। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের তরফে জানানো হয় কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণের ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না আদালত। তিনি মুখ্যমন্ত্রী থাকবেন কিনা এটা একান্তই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। আদালতের তরফে বলা হয়েছে, কখনও কখনও ব্যক্তিগত স্বার্থকে জাতীয় স্বার্থের থেকে এগিয়ে রাখতে হয়।
  • Link to this news (আজকাল)