• কর্ণাটক, ওড়িশা, পশ্চিমবঙ্গ সহ আরও বেশ কয়েকটি রাজ্যে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি...
    আজকাল | ০৪ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  তীব্র গরমে পুড়ছে দেশের বিভিন্ন অংশ। কর্ণাটক, ওড়িশা, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলভাগে আগামী কয়েকদিনে তীব্র তাপপ্রবাহ চলবে, জানিয়ে দিল আইএমডি। গরমের শুরুতেই এই রাজ্যগুলিতে তাপমাত্রার পারদ প্রতিদিনই চড়ছে। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন প্রান্তে তীব্র গরম থাকবে বলেও এদিন সতর্কবার্তা দিল আইএমডি। আগামী কয়েকদিন ধরে এই তাপমাত্রা পারদ ৪০ ডিগ্রি থেকে শুরু করে ৪৩ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে জানা গিয়েছে। ছত্তিশগড়, বিদর্ভ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িশাতে এই গরমের প্রভাব থাকবে। অন্যদিকে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরাতে আগামী কয়েকদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল আইএমডি। 
  • Link to this news (আজকাল)