• ‌ ভোটের মুখে চিরাগ পাসওয়ানের দল ছাড়লেন ২২ নেতা, বিহারে চাপে এনডিএ...
    আজকাল | ০৪ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ভোটের আগেই বিহারে ধাক্কা খেল বিজেপির জোটসঙ্গী লোক জনশক্তি পার্টি। চিরাগ পাসওয়ানের দলের ২২ জন নেতা ইস্তফা দিয়েছেন। জানিয়েছেন, লোকসভা ভোটে বিরোধী জোট ইন্ডিয়াকে তাঁরা সমর্থন করবেন। মূলত লোকসভা ভোটে টিকিট না পেয়েই এই ইস্তফা বলে জানা গেছে। দল ছাড়াদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী রেনু কুশওয়াহা, প্রাক্তন বিধায়ক ও দলের সাধারণ সম্পাদক সতীশ কুমার, রাজ্য মন্ত্রী রবীন্দ্র সিং, অজয় কুশওয়াহা, সঞ্জয় সিং, রাজেশ দাঙ্গি প্রমুখ। ২২ দলত্যাগী জানিয়েছেন, ‘‌ভোটে টিকিট দলীয় কর্মীদের দেওয়া উচিত, বাইরের কাউকে নয়। বাইরের লোকজনকে টিকিট দেওয়া হয়েছে। এর অর্থ আপনার দলে যোগ্য প্রার্থী নেই। আমরা কি আপনার দলে শ্রমিক যারা শুধু আপনাকে নেতা বানানোর জন্য পরিশ্রম করবে? আমরা দলের শ্রমিক নই। এটা বিশ্বাসঘাতকতা। আমরা ইন্ডিয়া জোটকে সমর্থন করব।’‌ প্রসঙ্গত, ৪০ আসনের বিহার লোকসভায় পাঁচটি আসনে লড়ছে চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি দল। আসনগুলি হল বৈশালী, হাজিপুর, সমস্তিপুর, খাগারিয়া ও জামুই। প্রসঙ্গত বিহারে সাত দফায় হবে লোকসভা ভোট। 
  • Link to this news (আজকাল)