• ‌ ‘‌পদত্যাগপত্র পাঠানোর পরেই দল বহিষ্কার করেছে’‌, দাবি সঞ্জয় নিরুপমের...
    আজকাল | ০৪ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ দলবিরোধী মন্তব্য করার জন্য কংগ্রেসের প্রাক্তন সাংসদ সঞ্জয় নিরুপমকে ৬ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এক প্রেস বার্তায় দলের সাংসদ এবং সাধারণ সম্পাদক কে. সি. বেনুগোপাল জানান, নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পরই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, শ্রী নিরুপমকে বহিষ্কার করেছেন। বুধবার তাঁর নাম কংগ্রেসের তারকা প্রচারকদের তালিকা থেকেও বাদ দেওয়া হয়। এদিকে, সঞ্জয় নিরুপম দাবি করেছেন, বুধবার রাতে তিনিই পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। তারপরই দল তাঁকে বহিষ্কার করেছে। এক্স হ্যান্ডলে প্রাক্তন সাংসদ পদত্যাগপত্রটি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, চিঠিতে ৩ এপ্রিল তারিখ রয়েছে। নিরুপম বলেছেন, ‘‌আমার পদত্যাগপত্র পাওয়ার পরেই বহিষ্কার করা হয়েছে। এই তৎপরতা দেখে ভাল লাগছে। এই তথ্যটা শেয়ার করলাম।’‌ প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের অন্তর্গত শিবসেনার উদ্ধব ঠাকরেকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন সঞ্জয় নিরুপম। সেকারণেই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত। মহারাষ্ট্রে আসন সমঝোতা নিয়ে উদ্ধবকে আক্রমণ করেছিলেন নিরুপম।  ‌  
  • Link to this news (আজকাল)