• ‌জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ফের বিরোধী শিবিরে ভাঙন ‌
    আজকাল | ০৪ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ লোকসভা নির্বাচনের আগে প্রায় বিরোধীশূন্য হয়ে গেল মুর্শিদাবাদের জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দফরপুর গ্রাম পঞ্চায়েত বোর্ড। ২৫ আসন বিশিষ্ট দফরপুর গ্রাম পঞ্চায়েতের দু’‌জন বিজেপি, এক জন কংগ্রেস এবং একজন নির্দল সদস্য বৃহস্পতিবার জঙ্গিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক জাকির হোসেনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এর ফলে ২৫ আসন বিশিষ্ট ওই পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হল ২৪। এদিন দফরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ৬০০টি পরিবারের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়। জাকির হোসেন বলেন, ‘‌রাজ্যে যারা ধর্মের নামে রাজনীতি করতে চাইছেন মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আটটি অঞ্চল এবং জঙ্গিপুর পুরসভা এলাকা থেকে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান গত লোকসভা নির্বাচনের থেকেও এবার বেশি ভোটের লিড পাবেন।’‌ এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফ থেকে অভিযোগ করা হয়েছে ভয় এবং প্রলোভন দেখিয়ে তাদের সদস্যদের তৃণমূলে যোগদানে বাধ্য করা হচ্ছে। 
  • Link to this news (আজকাল)