• IIT-মুম্বইয়ের ৩৬% পড়ুয়াকে এবার জাস্ট কেউ চাকরিই দিল না! মানেটা কী...
    ২৪ ঘন্টা | ০৪ এপ্রিল ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এটি জানতে আর বাকি নেই যে বর্তমানে চাকরির বাজার খুবই খারাপ, কিন্তু সেই ঘটনাই যখন দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে মুখোমুখি হতে হয়, তখন তা সত্যিই চিন্তার বিষয়। প্রতি বছর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT)-এর শিক্ষার্থীরা ভালো চাকরির দিকে নজর রেখে প্লেসমেন্ট সিজন, (ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী) -এর জন্য অপেক্ষা করে। তবে চলতি বছরে আইআইটি বম্বে প্লেসমেন্টের জন্য প্রায় ২০০০ ছাত্রের মধ্যে ৭১২ জন অর্থাৎ প্রায় ৩৬ শতাংশ ছাত্রের এখনও চাকরি নিশ্চিত করতে পারেনি। প্লেসমেন্ট দেওয়ার সময় আনুষ্ঠানিকভাবে মে মাসের মধ্যে শেষ হবে।
  • Link to this news (২৪ ঘন্টা)