• Fact Check: মোদীর ২০১৯ সালের কলকাতার ভিডিয়ো আদিলাবাদের ২০২৪ সালের মিটিং হিসেবে শেয়ার করা হচ্ছে
    এই সময় | ০৪ এপ্রিল ২০২৪
  • কিছুদিন আগে তেলেঙ্গানার আদিলাবাদ জেলায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি একাধিক প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে ছিল বিদ্যুৎ, রেল, রাস্তা ইত্যাদি জনকল্যাণমুখী প্রকল্প। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদীর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বিপুল জনতার সামনে তিনি হাত নাড়াচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে, এই দৃশ্য ২০২৪ সালে ৪ মার্চ আদিলাবাদে মোদীর সভার ভিডিয়ো। কিন্তু, তা সত্যি নয়। ওই ভিডিয়ো আদতে কলকাতার। অন্তত ফ্যাক্ট চেক করে জানা যাচ্ছে এমনটাই।কোন পোস্ট ভাইরাল হয়েছে?

    এক ফেসবুক ব্যবহারকারী নরেন্দ্র মোদীর সভার একটি পোস্ট শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে বিপুল সংখ্যক মানুষ হাজির হয়েছেন। নরেন্দ্র মোদী তাঁদের দিকে হাত নাড়াচ্ছেন। ওই পোস্টে আরও দাবি করা হয়েছে, দৃশ্যটি আদিলাবাদের। পোস্টটি দেখা যাবে এখানে।

    এই পোস্ট ভাইরাল হয়েছে

    পোস্টের প্রেক্ষিতে তদন্ত

    এই পোস্টটি সঠিক না ভুয়ো তা যাচাই করে দেখে 'নিউজ মোবাইল'। সেখানে দেখা যায় ওই পোস্টটি আদিলাবাদের নয়। ভিডিয়োর কি ওয়ার্ড ফ্রেমের ভিত্তিতে রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যাচ্ছে, ২০১৯ সালে ৩ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেল (টুইটার) থেকে একটি পোস্ট শেয়ার করা হয়েছিল। সেখানে ক্যাপশানে লেখা, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতার সভায় দুর্দান্ত পরিবেশ #দেশকেলিয়েমোদী'।

    কলকাতায় মোদীর সভা

    ২০১৯ সালে এই মিটিংয়ের ভিডিয়ো BJP-র ইউ টিউব চ্যানেলেও আপলোড করা হয়। সেখানে এর ক্যাপশন দেওয়া হয়- 'পিএম শ্রী নরেন্দ্র মোদী কলকাতায় একটি পাবলিক মিটিং করছেন: পশ্চিমবঙ্গ: ০৩.০৪.২০১৯'।

    সত্যিটা তবে কি?

    সম্প্রতি নরেন্দ্র মোদী আদিলাবাদ গিয়েছিলেন, তা সত্যি। কিন্তু, আদিলাবাদের নাম করে যেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে তা আদতে সেখানকার নয়। আদিলাবাদে মোদীর উপস্থিতির ভিডিয়ো এখানে দেওয়া হল।

    এর ফলে এটা স্পষ্ট যে সোশ্যাল মিডিয়ায় যেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে বিপুল ভিড়ের সামনে দাঁড়িয়ে রয়েছেন নরেন্দ্র মোদী তা আদতে কলকাতার, আদিলাবাদের নয়।

    (This story was originally published by NewsMobile , and republished by Ei Samay Digital as part of the Shakti Collective.)
  • Link to this news (এই সময়)