• Flat Registration : যিনি মালিক তিনি ক্রেতা, এক ফ্ল্যাটে আড়াই কোটি টাকার ঋণ-জালিয়াতি
    এই সময় | ০৪ এপ্রিল ২০২৪
  • একটাই ফ্ল্যাট। সেই ফ্ল্যাটকে চার বার চারটি পৃথক নামে রেজিস্ট্রি করা হয়। চারটি আলাদা ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া হয়। এমন অভিযোগের বহর দেখে চোখ কপালে উঠেছিল হরিদেবপুর থানার পুলিশের। সব মিলিয়ে প্রায় আড়াই কোটি টাকার জালিয়াতি হয়। তবে তাতে শেষরক্ষা হয়নি। একটি আর্থিক সংস্থার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে ঠাকুরপুকুর এলাকা থেকে ছ’জনকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঋণদানকারী একটি সংস্থা থেকে হরিদেবপুর এলাকায় একটি ফ্ল্যাট-সহ পুরো তিন তলা কেনার জন্য ৬২ লক্ষ টাকা ঋণের আবেদন করেন প্রতারকরা। তা মঞ্জুর হয়। গত বছর জুন মাসে ঋণ হিসেবে বিল্ডিংয়ের নির্মাণ সংস্থার নামে প্রায় ৫৯ লক্ষ টাকা চেক মারফত ট্রান্সফার হয়।

    পুলিশ জানিয়েছে, সর্বশেষ যে সংস্থার নামে ঋণ নেওয়া হয়, সেই সংস্থার কর্তারা জানতে পারেন ওই একই ফ্ল্যাট অন্য একজনের নামে রেজিস্ট্রি হয়েছিল। সে জন্য অন্য ব্যাঙ্ক থেকে ঋণও নেওয়া হয়। ঘটনাটি জানার পরে ওই সংস্থার আধিকারিকেরা হরিদেবপুর থানার অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই ফ্ল্যাটটি অতি অল্প সময়ের মধ্যে চার বার রেজিস্ট্রি হয়েছে। এবং, প্রতিবার কোনও না কোনও ব্যাঙ্ক থেকে লোন নেওয়া হয়েছে।

    রাজ্যে একাধিক প্রতারণা চক্রের হদিশ গোটা রাজ্য জুড়ে। সাইবার প্রতারণা থেকে শুরু করে আধার, ভোটার, ব্যাঙ্কিং প্রতারণা একাধিক বিষয়ে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এর মাঝেই এবার উঠে এল ফ্ল্যাট নিয়েও প্রতারণার উদাহরণ উঠে এল হরিদেবপুর থেকে। ফ্ল্যাটের নামে অবৈধ রেজিস্ট্রি করে তুলে নেওয়া হয় লাখ লাখ টাকা ঋণ।

    একই ফ্ল্যাট চারবার রেজিস্ট্রি করার ঘটনায় হতবাক পুলিশও। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা, সে ব্যাপারে তদন্ত করে দেখছে পুলিশ। এইভাবে অন্য কোথাও ফ্ল্যাট কেনা বেচার নাম কোনও প্রতারণা করা হয়েছে কিনা, সে ব্যাপারেও তদন্ত চালাচ্ছে পুলিশ।কেষ্টপুর, রাজারহাট এবং তেঘরিয়া-সহ বিধাননগর পুরসভার একাধিক এলাকায় কয়েক মাস আগেই ফ্ল্যাট কিনতে গিয়ে প্রতারণার শিকার হন গ্রাহকরা। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসে বিধাননগর পুরসভা। ফ্ল্যাটের নকশার অনুমোদন না দেওয়ার পরেও সেগুলিকে বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ তোলা হয়। পরবর্তীকালে ব্যবস্থা গ্রহণ করে বিধাননগর পুরসভা।
  • Link to this news (এই সময়)