• Taiwan Earthquake Reason : সমুদ্রের তলায় ত্রিস্তরীয় স্যান্ডউইচ, আরও তীব্র কম্পণের আশঙ্কা! কেন কেঁপে উঠল তাইওয়ান?
    এই সময় | ০৪ এপ্রিল ২০২৪
  • এখনও ভূমিকম্পের জের থেকে বেরতে পারেনি তাইওয়ান। বুধবার সাত সকালে কিছু বুঝে ওঠার আগেই কেঁপে ওঠে তাইওয়ান। কম্পনের মাত্রা ছিল ৭.৪। বিশেষজ্ঞদের মতে এই কম্পন গত পঁচিশ বছরের মধ্যে রেকর্ড কম্পনমাত্রা। কিন্তু এই কম্পনের পেছনে রয়েছে ভয়ঙ্কর কারণ। তাইওয়ানের চারপাশে সমুদ্রের নীচের জমিটি একটি তিন স্তরের স্যান্ডউইচ। বিশেষজ্ঞদের মতে, এই তিনটি স্তরের মধ্যে যদি একটি স্তরও পিছলে যায় তাহলে আরও বড় বিপর্যয় নেমে আসবে তাইওয়ানে। ক্ষতিগ্রস্ত হবে আশেপাশের দেশগুলিরও।বুধবারের ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাইওয়ানে। ভূমিকম্পের পরই জারি করা হয়েছে সুনামি সতর্কতা। তাইওয়ানের পাশাপাশি চিন এবং জাপানের মাটিও কেঁপে ওঠে। তাইওয়ান প্রশান্ত মহাসাগরীয় বরিং অফ ফায়ারের উপর অবস্থিত। অর্থাৎ এি এলাকায় প্রচুর ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগ্নেয়গিরির নানান কার্যকলাপ রয়েছে।

    প্রশ্ন উঠছে এতোবড় ভূমিকম্পের কারণ কী?তাইওয়ান মূলত টেকটোনিক প্লেটের একটি খুব জটিল সেটিংয়ের উপর অবস্থিত। ছোটখাট প্লেট এবং ত্রুটিগুলি বাদ দিলে যদি শুধুমাত্র বড় টেকটোনিক প্লেটের সীমানা সম্পর্কে বলা যায় তাহলে বলা যায় RYUKYU ট্রেঞ্চের কাছে, ফিলিপাইন সাগর প্লেট ইউরেশিয়ান প্লেটের নীচে ডুবে গেছে। ট্রেঞ্চ মানে গভীর সমুদ্র উপত্যকা। একই সময়ে ইউরেশিয়ান প্লেট ম্যানিলা ট্রেঞ্চের কাছে ফিলিপাইন সাগর প্লেটের নীচে ডুবে যায়। এমন পরিস্থিতিতে তাইওয়ান দ্বীপের নিচের জমি তিন স্তর বিশিষ্ট স্যান্ডউইচের মতো হওয়ায় আরও বিপর্যয়ের আশঙ্কা বাড়িয়েছে অনেক বেশি মাত্রায়।

    বিশেষজ্ঞদের দাবি, যদি এই প্লেটের একটিতেও নড়াচড়া হয় তাহলে তার প্রভাব পৌঁছবে উভয়ের পরিখায়। এমনিতে ছোট ছোট ভূমিকম্প হতেই থআকে। তবে বিশাল চাপের হেরফেরের কারণে ঘটে এত বড় মাপের ভূমিকম্প। সেক্ষেত্রে টেকটোনিক প্লেট পিছলে গেলে, কোনওভাবে ঘর্ষণ হলে বা যদি একটি প্লেট অন্যটির উপর উঠে যায়, বাডুবে অথবা অত্যধিক চাপের কারণে ভেঙে যায় তাহলেই এণন ভয়ঙ্কর চপের সৃষ্টি হয়।

    তাইওয়ান সমুদ্রের তলদেশে অবস্থিত একটি পাহাড়ি কাঠামোর ডগায় অবস্থিত। এই দ্বীপটির একপাশে সমুদ্রে একটি উঁচুএলাকা রয়েছে যেটি আবার চিনের সঙ্গে যুক্ত। এটি একটি গভীর উপত্যকা, বিজ্ঞানীরা যাকে অনুদৈর্ঘ্য উপত্যকা বলে থাকেন। ফিলিপাইন সাগর এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষে তৈরি হয়েছিল এই উপত্যকাটি। এর কারণে সমুদ্রের অভ্যন্তরে বিশাল বড় ফাটলের সৃ্ষ্টি হয়েছে।
  • Link to this news (এই সময়)