গান্ধী পরিবারের সন্তান তিনি। তাঁর বাবা, ঠাকুমা ছিলেন দেশের প্রধানমন্ত্রী। দীর্ঘ আড়াই দশক কংগ্রেসের সভানেত্রী চিলেন তাঁর মা, নিজে প্রাক্তন সভাপতি। সেই রাহুল গান্ধীর বয়স কত? অনেকের মনে কৌতুহূল রয়েছ তা জানার। রাহুল নির্বাচনী হলফনামায় সেই কৌতূহল নিরশন হল। জানা গেল, চারবারের সাংসদ রাহুল প্রকৃত বয়স কত?রাহুল গান্ধী দেশের মোস্ট এলিজিবল ব্যাচেলরদের মধ্যে একজন। কখনও লালু প্রসাদ যাদব তাঁকে বিয়ের পরামর্শ দেন, তো কখনও হরিয়ানার কৃষক মহিলারা সনিয়াকে বলেন ছেলের বিয়ে দিতে দেশের তরুণীদের মধ্যেও রাহুল গান্ধীর 'ক্রেজ' দেখার মতো। নির্বাচনী হলফনামা অনুয়ারে তাঁর বয়স বর্তমানে ৫৩ বছর।
বুধবার ওয়েনাড থেকে লোকসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন রাহুল, তাতে নিজের সম্পত্তির হলফনামাও নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছেন তিনি। সম্পত্তির যে হিসেব দিয়েছেন রাহুল, তাতে তাঁর বিনিয়োগ দেখে চমকে গিয়েছেন অনেকেই। রাজনীতির পাশাপাশি শেয়ার বাজারের হাল-হকিকতও যে তিনি ভাল বোঝেন, তা বোঝা যাচ্ছে হিসেব দেখেই। ২০১৯-এর তুলনায় সম্পত্তি বাড়ল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। তবে কিছুটাই বৃদ্ধি পেয়েছে সেই সম্পত্তি।
জাতীয় নির্বাচন কমিশনের কাছে হলফনামা দিয়ে কংগ্রেস নেতা জানিয়েছেন, তাঁর হাতে নগদ রয়েছে ৫৫ হাজার টাকা। ২৬ লাখ ২৫ হাজার টাকা রয়েছে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এছাড়া রাহুল বিনিয়োগ করেছেন শেয়ার মার্কেটেও। ওয়েনাড়ের বিদায়ী সাংসদ স্টক মার্কেটে বিনিয়োগ করেছেন ৪.৩ কোটি টাকা। মিউচুয়াল ফান্ডে রাহুলের বিনিয়োগ রয়েছে ৩.৮১ কোটি টাকা। সরকারি বিভিন্ন প্রকল্প, যেমন ন্যাশনাল সেভিং স্কিম, পোস্টাল সেভিং স্কিম ও ইন্সুরেন্স পলিসি রয়েছে রাহুলের, যাতে ৬১.৫২ লাখ টাকা রেখেছেন তিনি। এছাড়া তিনি গোল্ড বন্ডও কিনে রেখেছেন। রাহুল গান্ধীর নামে ১৫.২ লাখ টাকার গোল্ড বন্ড রয়েছে। গয়নাও নেহাত কম নয়। ৪.২ লাখ টাকার গয়না রয়েছে তাঁর। তবে কংগ্রেস নেতার কাঁধে রয়েছে বিশাল অঙ্কের ঋণের বোঝাও। সোনিয়া পুত্রের ঋণ রয়েছে ৪৯.৭ লাখ টাকার।
হলফনামায় রাহুল জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর উপার্জন ছিল ১ কোটি ২ লাখ ৭৮ হাজার ৬৮০ টাকা। এছাড়া তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ১১.১৪ কোটি টাকা। ৯.২৪ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। এছাড়া গুরুগ্রামে ৯ কোটি টাকার একটি অফিস রয়েছে। যৌথ মালিকানায় বোন প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে দিল্লিতে রাহুলের একটি কৃষিজমিও রয়েছে। যাকে পৈর্তৃক সম্পত্তি হিসাবেই হলফনামায় উল্লেখ করা হয়েছে। তবে নিজস্ব কোনও গাড়ি নেই কংগ্রেস নেতার। সব মিলিয়ে রাহুল গান্ধীর মোট সম্পত্তির পরিমাণ ২০ কোটি টাকারও বেশি। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময়ে কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী রাহুলের সম্পত্তির পরিমাণ ছিল ১৫ কোটি টাকা। অর্থাৎ পাঁচ বছরে কিছুটা বৃদ্ধি পেয়েছে রাহুলের সম্পত্তির পরিমাণ। আগামী ২৬ এপ্রিল ভোট রয়েছে কেরলে ২০টি লোকসভা আসনে। ওয়েনাডে রাহুলের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিপিআইয়ের অ্যানি রাজা ও কেরল বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন। গতবারের লোকসভা নির্বাচনে অর্থাৎ ২০১৯ সালে ওয়েনাড আসন থেকে ৪ লাখেরও বেশি ভোটে জিতেছিলেন রাহুল গান্ধী।