• গ্রামের মেকানিকের বুদ্ধির কামাল! যাবে না কারেন্ট, দিতে হবে না বিদ্যুৎ বিলও
    এই সময় | ০৪ এপ্রিল ২০২৪
  • রাজস্থানের ঝুনঝুনুর কাসেরু গ্রামের বাসিন্দা অঞ্জু কুমার। পেশায় মেকানিক অঞ্জু কুমার। নিজের বুদ্ধির জোরে অলৌকিক ঘটনা ঘটিয়ে ফেলেছেন তিনি। গ্রাম্য মেকানিক অঞ্জু কুমার এমন যন্ত্রপাতির মডেল তৈরি করেছেন যাতে কোনও রকম খরচ ছাড়াই ২৪ ঘণ্টা মিলবে বিদ্যুৎ পরিষেবা।শুনতে অবাক লাগলেও এমনই অসাধ্য সাধন করেছেন অঞ্জু। গ্রামের বারংবার বিদ্যুৎ কেটে যাওয়া থেকেই বুদ্ধি পান তিনি। আর সেই কারণেই কোনও রকম জ্বালানি ছাড়াই প্রথম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করেছেন তিনি। তারপর তৈরি করেন জেনারেটর কুলার। এখন এমন একটি যান্ত্র প্রস্তুত করা হয়েছে যা সব ধরণের বৈদ্যুতিক যন্ত্রপাতি ও যানবাহন চালাতে পারে।

    অঞ্জু কুমার নিজের অভিজ্ঞতাকে পাথেয় করেই এই কাজে নামেন। তিনি একটি বায়ু বিদ্যুতের জেনারেটরও তৈরি করেছেন। যা বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন করে। এটি একটি বায়ুকলের মতো কাজ করে। ছাদে রাখার সাথে সাথেই এর পাখাগুলি ঘুরতে শুরু করে। একই সঙ্গে এর নীচে ইনস্টল করা ডয়াফ্রাম এবং গিয়ার বক্স কাজ করা শুরু করে দেয়। যার মাধ্যমে শক্তি উৎপন্ন হতে থাকে। এর থেকে উৎপাদিত বিদ্যুৎ সংরক্ষণও করা যাবে। উৎপাদিত বিদ্যুৎ ১২ ভোল্ট ডিসি পর্যন্ত এল ই ডি বাল্ব সহ অন্যান্য যন্ত্রপাতি পরিচালনা করতে পারে।

    নির্মাণ করা হয়েছে একটি বিদ্যুৎ কেন্দ্রেরও। ছয় ভোল্টের ডিসি প্ল্যান্ট থেকে উৎপাদিত বিদ্যুতের ৩৫ শতাংশ ইঞ্জিনে ব্যবহৃত হয়। বাকি বিদ্যুৎ অন্যান্য কাজে ব্যবহর করা যায়। এর বিশেষত্ব হলো কোনও খরচ ছাড়াই বি্যুৎ উৎপাদন করা যায়।

    ইকো ফ্রেন্ডলি কুলারগত বছর একটি ইকো ফ্রেন্ডলি কুলার তৈরি করেছিলেন অঞ্জু কুমার। এতে ৯০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করা যাবে। কুলার চালাতে কোনও ধরনের গ্যাস, তাপ ইত্যাদির প্রয়োজন হবে না। এটি বাড়িতে রাখা যায় এং গাড়িতেও ব্যবহার করা যায়।

    সম্প্রতি কোনো রকম প্রচলিত জ্বালানি বা শক্তি ব্যবহার না করে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করার একটি ডিভাইস তৈরি করেছেন। তিনি বলেন এই যন্ত্রপাতি সম্পূর্ণরূপে দূষণমুক্ত বিদ্যুৎ উৎপাদন করে। এটি সব ধরণের বৈদ্যুতিক সরঞ্জাম এবং যানবাহন চালাতে পারবে। এতে বাইরে থেকে কোনও রকমের জ্বালানি লাগে না। এটি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ উৎপন্ন করে। এটি দিয়ে ঘরোয়া বাল্ব, টিউব লাইট ইত্যাদিও চালানো যায়।
  • Link to this news (এই সময়)