গ্যারান্টি কার? বঙ্গ রাজনীতিতে লোকসভা নির্বাচনী প্রচারে উঠে আসছে সেই প্রশ্ন। মোদী হোক বা মমতা, এই প্রশ্নের উত্তরে জনসংযোগ তৈরি করছেন দুজনেই। মানুষ কার গ্যারান্টি গ্রহণ করবেন? সেটাই নিজেদের বক্তব্যে তুলে ধরছেন যুযুধান দুই শীর্ষ নেতা। বৃহস্পরিবারই একদিকে যখন কোচবিহারের মাথাভাঙার সভা থেকে মোদীর দাবি খন্ডন করছেন মমতা, তার কিছুক্ষণের মধ্যেই মোদী জবাব দিলেন তাঁর গ্যারান্টি দিয়ে।কোচবিহারের সভা থেকে মোদী বলেন, ‘অন্যদের আশা যেখানে শেষ হয়ে যায়, সেখান থেকেই মোদীর গ্যারান্টি শুরু হয়।’ মোদী তাঁর বক্তৃতায় অযোধ্যায় রাম মন্দির থেকে শুরু করে কাশ্মীরে ৩৭০ ধারা রদ, মোদীর গ্যারান্টিতে গত দশ বছরে কী কী পরিবর্তন হয়েছে দেশে, সেই খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় তুলে ধরেন সংশোষিত নাগরিকত্ব আইনের বিষয়। তিনি বলেন, ‘আমি এই বাংলার সমস্ত পরিবারকে বলব, তৃণমূল কংগ্রেস, সিপিএমের লোক আপনাদের ভয় দেখতে পারে, কিন্তু আপনারা মোদীর দশ বছরের কাজ দেখেছেন। আপনারা আমায় বিশ্বাস করেন, এটাই আমার গ্যারান্টি।’ রাজ্যে বিগত দিনে কংগ্রেসি শাসনকাল, বাম এবং তৃণমূল জমানা নিয়ে কটাক্ষ করে মোদী বলেন, ‘এঁদের রাজত্ব মিথ্যা এবং অপপ্রচারের উপর দাঁড়িয়ে আসছে।’ তাঁর নিশানায় ছিল, বিরোধী ইন্ডিয়া জোটের প্রসঙ্গও।
ইডি-র টাকা মোদী ফেরাতে চান বাংলার মানুষকে, কী ভাবে সম্ভব?
মোদীর গ্যারান্টি নিয়ে এর আগে কটাক্ষ শোনা গিয়েছিল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। মমতা বলেছিলেন, ‘মোদীর গ্যারান্টি মানে জিরো। মমতার গ্যারান্টি মানে মানুষই হিরো।’ শুধু তৃণমূল নেত্রীই নন, মোদীর গ্যারান্টি নিয়ে প্রতিটি সভায় কটাক্ষ করতে ছাড়ছেন না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যের উন্নয়নে বিজেপির ভূমিকা কী? সেই প্রশ্ন তুলে ধরে অভিষেক প্রতিটি সভাতেই প্রশ্ন তুলছেন, ‘আপনারা মোদীর গ্যারান্টি নেবেন, না দিদির গ্যারান্টি?’ পাল্টা, রাজ্য সরকার উন্নয়নের ধারা বজায় রাখতে কী কী কাজ করেছেন, সে ব্যাপারে পরিসংখ্যান তুলে ধরছেন তিনি।
মোদীর বক্তব্যে এদিন উঠে আসে, আগামী দিনে বাংলায় লাখপতি দিদি প্রকল্পের কথাও। তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভাণ্ডার-এর পাল্টা মোদী এদিন তুলে ধরেন ‘লাখপতি দিদি’ নামক নতুন প্রকল্পের কথা। তিন কোটি মহিলাকে লাখপতি বানানো হবে, মহিলাদের ড্রোন দেওয়া হবে, সেই বার্তা কর্মী, সমর্থকদের উদ্দেশে বলে যান তিনি। তবে, শেষমেশ মানুষ কাঁর গ্যারান্টি গ্রহণ করবেন, সেই উত্তর মিলবে, আগামী ৪ জুন।