'দোষীরা কেউ ছাড়া পাবে না, জেলে কাটাতে হবে', মোদীর মুখে ফের সন্দেশখালি প্রসঙ্গ
এই সময় | ০৪ এপ্রিল ২০২৪
ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে শোনা গেল সন্দেশখালি প্রসঙ্গ। সন্দেশখালির ‘দোষী’-দের শাস্তি দেওয়ার কথা শোনা গেল তাঁর কণ্ঠে। লোকসভা নির্বাচনের আগে রাজ্যে এসে সন্দেশখালি নিয়ে সুর চড়িয়েছিলেন নরেন্দ্র মোদী। এর আগে একাধিকবার তাঁর কণ্ঠে বসিরহাট কেন্দ্রের এই জায়গার নাম শোনা গিয়েছে।এই প্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন তিনি। বৃহস্পতিবার কোচবিহারের জনসভা থেকেও একই কথা শোনা গেল মোদীর কণ্ঠে।এদিন তিনি বলেন, ‘BJP সংকল্প নিয়েছে সন্দেশখালির দোষীদের সাজা দেবে। ওদের পুরো জীবনটাই জেলে কাটবে। আর সেই জন্য BJP-কে জেতানো প্রয়োজন।’ তাৎপর্যপূর্ণভাবে, সন্দেশখালির ঘটনাকে সামনে রেখে লোকসভা নির্বাচনে ভোটবাক্সে সুফল চায়ছে গেরুয়া শিবির। এই লোকসভা নির্বাচনে সন্দেশখালি কেন্দ্র থেকে BJP প্রার্থী করেছে সন্দেশখালির ‘প্রতিবাদী মুখ’ রেখা পাত্রকে। ইতিমধ্যেই রেখার সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদী। এবার ফের একবার মোদীর কণ্ঠে সন্দেশখালি প্রসঙ্গ উঠে আসা অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এদিন ভারতকে তৃতীয় বৃহত্তম আর্থিক শক্তি হিসেবে গড়ে তোলার কথাও শোনা যায় নরেন্দ্র মোদীর কণ্ঠে। তিনি বলেন, 'দেশকে বিশ্বের তৃতীয় বৃহত্তম আর্থিক শক্তি হিসেবে গড়তে হবে। আর সেই জন্য কেন্দ্রে থাকতে হবে এক শক্তিশালী সরকার। যা একমাত্র মোদী সরকার।'এদিন দেশের তিন কোটি মহিলাকে লাখপতি দিদি করার কথা শোনা যায় মোদীর কণ্ঠে। পাশাপাশি গত ১০ বছরে যা হয়েছে তা ট্রেলার। মানুষের উন্নয়নের জন্য আরও কাজ করা বাকি রয়েছে বলে জানালেন নরেন্দ্র মোদী।
পাশাপাশি এদিন ইন্ডিয়া জোটকে খোঁচাও দিয়েছেন মোদী। তিনি বলেন, 'বিরোধীদের রাজনীতি শুধু অপপ্রচারের উপর নির্ভরশীল। এখানে তৃণমূল, বাম , কংগ্রেস লড়াই করছে। ওদিকে দিল্লিতে এক থালাতে খায়।' আগামী পাঁচ বছরে ভ্রষ্টাচারের বিরুদ্ধে আরও জোরাল পদক্ষেপ করা হবে বলে জানান মোদী।
এদিন রাজ্যে টাকা উদ্ধারের প্রসঙ্গ তোলেন নরেন্দ্র মোদী। যাঁরা এই ঘটনায় জড়িত তাঁদের শাস্তির প্রসঙ্গও উত্থাপন করেন তিনি। পাশাপাশি ভারত এবং বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের নিরিখেও উল্লেখযোগ্য মন্তব্য করেন নরেন্দ্র মোদী। আইনিভাবে দুই দেশের মধ্যে যাতায়াত ব্যবস্থা এবং বাণিজ্যিক সম্পর্ক যাতে আরও সুন্দর হয় সেই জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানান নরেন্দ্র মোদী। একই সঙ্গে তিনি সুর চড়িয়েছেন বিরোধীদের বিরুদ্ধে। নিশানা করেছেন তৃণমূল-বাম-কংগ্রেসকে।