বিজেপি প্রার্থী ভয় দেখালেই থানায় ডায়েরি করার পরামর্শ দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের মাথাভাঙার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এবারেও দেখবেন বিএসএফ নিয়ে বিজেপি প্রার্থী আপনাদের এলাকায় গিয়ে ভয় দেখাবে। ভয় দেখালেই মেয়েরা ডায়েরি করবেন থানায়। নিশ্চিন্তে থাকবেন, আমি দেখে নেব। ভয় দেখালেই ডায়রি করবেন, বলা থাকল। আর যদি কোনও থানা ডায়েরি নিতে অগ্রাহ্য করে সরাসরি আমায় লিখে পাঠাবেন। উত্তরবঙ্গেও আমার একটা সচিবালয় আছে. অভিযোগ যে কোনও সময় যে কোনও কারও মাধ্যমে নেওযা যেতে পারে।' মমতা আরও বলেন, 'আজকাল তো ইমেলেও অভিযোগ করে দেয়। নানারকম পদ্ধতি আছে। পোস্টকার্ডেও করতে পারেন, গিয়েও করতে পারেন। আমি তো ঘুরব রোজই, আজই কোচবিহার এসেছি তা হয়, ৩ দিন আরও আসব।'নাম না করে কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে এদিন কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেন, 'আপনাদের এক বাবু, যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমরা তাড়িয়ে দিয়েছি দল থেকে, আমাদের দলে ও ছিল আপদ, আর আজ বিজেপিতে হয়েছে সম্পদ, শুধু গুন্ডামি করে বেড়ায়, শুনেছি কেন্দ্রীয় সরকারের পুলিশের টুপিও নাকি পরে, ভিডিয়োটা চেয়ে পাঠিয়েছি, ৪ থেকে ৫টি গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়।' এমনকী উদয় গুহর গাড়িতে হামলার ঘটনাতেও নাম না করে নিশীথকেই নিশানা করেন মমতা। তিনি বলেন, 'কয়েকদিন আগে উদয়ন গুহকেও আক্রমণ করেছিল, উদয়ন গুহর গাড়িতে আক্রমণ হয়েছিল।'
অন্যদিকে এদিন ভোটবাক্স পাহারা দেওয়ারও পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'প্রথম দফা - দ্বিতায় দফার পর যখন আমরা বাক্স রেখে দিই, ওরা কিন্তু চিপ লাগায় কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে। আমাদের যদি কেউ ঘুমিয়ে পড়েন, সেই সময় লোডশেডিং করে দিয়ে করে। এই এক মাস, দেড় মাস লোকে যে ভোটটা দেবে..., বাক্সগুলোকে পাহারা দিতে হবে, যতদিন না রেজাল্ট বের হয়, বাক্স পাহারা দিতে হবে, এটা নাগরিকের অধিকার।'
এদিকে এদিন কোচবিহার আসনের দলের প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়াকে ভোট দেওয়ার আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রার্থীকে 'হিরের টুকরো' আখ্যা দিয়ে তৃণমূল নেত্রী বলেন, 'আমার মুখটা মনে করবেন, আর একটা করে ভোট ওনাকে (জগদীশচন্দ্র বসুনিয়া) দেবেন, দয়া করে দেবেন।'