• Narendra Modi : ‘গত ১০ বছরের উন্নয়ন শুধু ট্রেলার’, 'বিকশিত ভারত'-এ বাংলার লাভের কথাও এল মোদীর মুখে
    এই সময় | ০৪ এপ্রিল ২০২৪
  • ভারতকে পৃথিবীর তৃতীয় আর্থিক শক্তি বানাতে হবে। যার জন্য সবথেকে বেশি লাভবান হবে বাংলা। কোচবিহারের জনসভায় এসে আশ্বাস দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবারের লোকসভা নির্বাচন দেশকে তৃতীয় আর্থিক শক্তি বানানোর নির্বাচন, সেই কারণে এবারের নির্বাচনে শক্তিশালী সরকার গঠন করার প্রয়জন রয়েছে। গত দশ বছরে দেশ শুধু ট্রেলার দেখেছে, আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে বলে দাবি করেন মোদী।কোচবিহার কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের প্রচার সভায় হাজির হন মোদী। সেখানেই তিনি বলেন, ‘গত দশ বছরে দেশে যা উন্নয়ন হয়েছে, তা শুধু ট্রেলার। আরও অংকে কাজ বাকি রয়েছে।’ বক্তৃতার মাঝেই গত দশ বছরের কাজের খতিয়ান দেন তিনি। মোদী জানান, বাংলার ৪০ লাখ মানুষ পাকা ছাদের বাড়ি পেয়েছেন, কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি কেন্দ্রের সাহায্যের টাকা পৌঁছে যাচ্ছে, দেশের কোটি কোটি মানুষ নতুন শৌচালয় পেয়েছেন, তবে এসব কিছুই ‘ট্রেলার’, দেশকে আর্থিকভাবে বিশ্বের তৃতীয় শক্তি করতে আরও অনেক কাজ বাকি আছে বলে দাবি করেন তিনি।

    কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে রাজ্যে দ্বিতীয় দফায় প্রচার শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আসন থেকে গতবার জয়ী হয়েছিলেন নিশীথ প্রামাণিক। এই কেন্দ্রে অন্যতম নির্ণয়ক হল রাজবংশী ভোট। দুদিন আগেই রাজবংশীদের নিয়ে বিজেপির ভূমিকায় সরব হয়েছিলেন রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। রাজবংশীদের জন্য বিজেপি সরকার গত পাঁচ বছরে প্রতিশ্রুতি রাখা করেনি বলে দাবি করেন তিনি। তবে এদিন মোদীর জনসভায় দেখা যায় তাঁকে।

    তৃতীয় বৃহত্তম আর্থিক শক্তিধর দেশ বানানোর জন্যই একটি শক্তিশালী সরকার প্রয়োজন দেশের জন্য। কোনও নড়বড়ে জোট সরকার সেটা করতে পারবে না। ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে মোদী জানান, এটা দেশের শক্তিশালী সরকার গঠনের নির্বাচন। মোদী বলেন, ‘আপনার স্বপ্নই হল মোদীর সংকল্প। সভায় উপস্থিত কর্মী, সমর্থকদের উদ্দেশে মোদী বলেন, ‘আপনার যখন বুথে ভোট দিতে যাবেন, তখন মাথায় রাখবেন এটা দেশের নির্বাচন। এটা দেশকে তৃতীয় আর্থিক বৃহত্তম শক্তি বানানোর নির্বাচন।’
  • Link to this news (এই সময়)