• ISF Candidate List Today : অভিষেকের বিরুদ্ধে লড়াইয়ে নেই নওশাদ! 'পালিয়ে গেল' কটাক্ষ তৃণমূলের, কে হলেন ডায়মন্ড হারবারের প্রার্থী?
    এই সময় | ০৫ এপ্রিল ২০২৪
  • হুংকার ছিল ষোলআনা। কিন্তু,ডায়মন্ড হারবারে শেষমেশ নওশাদ সিদ্দিকিকে প্রার্থী করল না ISF। তার বদলে মজনু লস্করকে প্রার্থী করা হয়েছে। লোকসভা নির্বাচনের বহুদিন আগে থেকেই তিনি ‘হুংকার’ দিতে শুরু করেছিলেন, ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনিই হবেন ISF প্রার্থী।কিন্তু, যত লোকসভা নির্বাচন এগিয়ে আসে, ততই উলটো সুর শোনা গিয়েছিল তাঁর কণ্ঠে। নওশাদ দাবি করেছিলেন, তিনি নিজের অবস্থানে অনড়। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লড়তে আগ্রহী। কিন্তু, এই বিষয়ে দলে দ্বিমত উঠে এসেছে। দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে দাবি করেছিলেন নওশাদ।

    আর শেষমেশ নওশাদের সাধ পূরণ হল না। ডায়মন্ড হারবারে প্রার্থী করা হল মজনুকে। এদিকে জোটের বিষয়েও এদিন নিজেদের অবস্থান অনেকটাই স্পষ্ট করেছে ISF। একটি পক্ষ ‘নমনীয়’, অপর পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকলে জোট সম্ভব নয়, প্রকারান্তে এমনই বার্তা দেওয়া হয়েছে ISF-এর পক্ষ থেকে।

    এদিন যাদবপুর , বালুরঘাট, উলুবেড়িয়া, ব্যারাকপুর, ডায়মন্ড হারবার, বসিরহাট কেন্দ্রের লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা করেছে ISF। পাশাপাশি ভগবান গোলাতে উপনির্বাচনের প্রার্থীও ঘোষণা করা হয়েছে। সেখানে ISF-এর প্রার্থী হয়েছেন মহম্মদ মুর্শিদল আলম।

    একনজরে ISF-এর প্রার্থী

    কেন্দ্রপ্রার্থীডায়মন্ড হারবারমজনু লস্করযাদবপুরনুর আলম খানউলুবেড়িয়ামাফিকুল ইসলামব্যারাকপুরজামির হোসেনবালুরঘাটমোজাম্মেল হকবসিরহাটআক্তার আলি বিশ্বাসউল্লেখযোগ্যভাবে, যাদবপুর কেন্দ্রে সৃজন ভট্টাচার্যকে প্রার্থী করেছে বামেরা। তিনি জোর কদমে প্রচারও করছেন। সবমিলিয়ে আসন সমঝোতা যে ISF-এর সঙ্গে হচ্ছে না, তা একপ্রকার স্পষ্ট। এদিকে ডায়মন্ড হারবার কেন্দ্রে নওশাদ সিদ্দিকি এত হাঁকডাক করেও ভোটে না লড়ায় মুচকি হাসছেন রাজ্যের শাসক শিবিরের নেতারা।

    রাজ্যের শাসক দলের এক নেতার কটাক্ষ, 'এই জন্য কথায় রয়েছে বলার আগে ভেবে চিন্তে নেওয়া উচিত।' উল্লেখ্য, এখনও ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি গেরুয়া শিবির। বাম-কংগ্রেসও এখনও প্রার্থী ঘোষণা করেনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, যদি বাম-কংগ্রেস এবং ISF-এর আসন সমঝোতা হয় সেই অংকেই কি এই আসন ছেড়ে রাখা হয়েছিল? তা নিয়ে উঠছে প্রশ্ন। এবার ISF সংশ্লিষ্ট আসনে প্রার্থী ঘোষণা করল। এখন দেখার BJP বা অন্যান্য বিরোধী দলগুলি এই আসনে কাকে প্রার্থী করে লোকসভার জন্য।
  • Link to this news (এই সময়)