• আবগারি মামলায় জেলে মুখ্যমন্ত্রী কেজরি, মদ থেকেই হাজার হাজার কোটি রাজস্ব আদায়! অঙ্ক শুনলে টিপসি লাগবে
    এই সময় | ০৫ এপ্রিল ২০২৪
  • ভারতের বিভিন্ন রাজ্যে মদের দাম আলাদা। কোথাও বেশি, কোথাও আবার দাম অনেকটা কম। কোথাও বেশি বিক্রি হয়, কোথাও আবার তুলনামূলক কম। নজর রাখা যাক দিল্লিতে। যে কোনও রাজ্যে সরকারে রাজস্ব উৎসগুলির মধ্যে আবগারি বিভাগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এটি এমন একটি বিভাগ যা প্রতিটি সরকারের কোষাগার পূরণ করে। ফলে সরকারিগুলিও এর সর্বোচ্চ সুবিধা নেওয়ার জন্য কোনও সুযোগ হাতছাড়া করে না।আবগারি দুর্নীতিকাণ্ডে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কয়েক দিন আগেই গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি। লোকসভা ভোটের প্রাক্কালে কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে বিবাদের মাঝেই দিল্লির আবগারি বিভাগ পুরনো আবগারি শাসনের অধীনে সর্বোচ্চ রাজস্ব সংগ্রহ করেছে। এই প্রথমবার সাত হাজার কোটি টাকার অঙ্ক অতিক্রম করল রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে। খবর মিলেছে সরকারি সূত্র মারফত।

    দিল্লি সরকারে শেয়ার করা তথ্য় অনুযায়ী, আবগারি দফতর এবার ৭ হাজার ৪৮৪ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে। যার মধ্য়ে অন্তর্ভুক্ত রয়েছে ২০২৩-২৪ সালে মদের উপর আবগারি রাজস্ব এবং মূল্য সংযোজন কর (ভ্যাট)। টাকার এই অঙ্ক ২০২২-২৩ সালে সংগৃহীত ৬,৮৩০ কোটি টাকার চেয়ে ১০ শতাংশ বেশি।

    এক শীর্ষ আধিকারিক বলেছেন, 'এখনও পর্যন্ত সর্বোচ্চ আবগারি রাজস্ব আদায় করা হয়েছে এবার। গত কয়েক বছরে মদের দোকান ও মদের ব্র্যান্ডের সংখ্য়াও বেড়েছে। আম আদমি পার্টির সরকার ২০২২ সালে নয়া আবগারি নীতি বাতিল করার পর পুরনো আবগারি নীতি ফিরিয়ে আনা হয়েছিল। শুধুমাত্র সরকারি মদের দোকানগুলিই ব্যবসা করতে পারে দিল্লিতে।

    ২০২১-২২ সালে আবগারি দফতর ৫ হাজার ৪৮৭ কোটি টাকা সংগ্রহ করেছে। আধিকারিকরা বলেছেন, 'রাজস্ব সংগ্রহকে নতুন আবগারি নীতির সঙ্গে তুলনা করা যায় না। কারণ নীতিটি দু'টি আর্থিক বছরে বিস্তৃত ২০২১-২২ (পাঁচ মাস) ও ২০২২-২৩ (পাঁচ মাস) এপ্রিল-মে ২০২১ সালে, দোকানগুলি কোভিড অতিমারীর কারণে বন্ধ ছিল। রাজস্ব, বিক্রয় ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে হ্রাস পেয়েছে তুলনামূলক ভাবে।

    উল্লেখ্য, রাজ্যের বাইরের বিপুল সংখ্যক লোক দিল্লি থেকে মদ কেনেন। বিশেষ করে উত্তরপ্রদেশের বাসিন্দারা সবচেয়ে বেশি মদ কেনেন দিল্লি থেকে। কারণ উত্তরপ্রদেশের তুলনায় কর কম থাকায় দিল্লিতে মদ সস্তা। তবে প্রচুর পরিমাণে মদ কেনার সময় এবং অন্য রাজ্যে নিয়ে যাওয়ার সময়, আবগারি দফতরের দল বা পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং আবগারি নীতির অধীনে ব্যবস্থা নেয়।
  • Link to this news (এই সময়)