• বছরে লাখ লাখ টাকা আয়! কত সম্পত্তির মালিক বিজেপির 'ক্যাপ্টেন' সুকান্ত মজুমদারের?
    এই সময় | ০৫ এপ্রিল ২০২৪
  • এই বারও বালুরঘাট কেন্দ্র থেকে BJP-র টিকিটে নির্বাচনে লড়ছেন সুকান্ত মজুমদার। বুধবার মনোনয়ন জমা দিয়েছেন তিনি। নিয়ম মোতাবেক মনোনয়নে প্রার্থীর আয়ের বিস্তারিত হিসাব দিতে হয়। সুকান্ত মজুমদারের আয় কত? কত সম্পত্তির মালিক তিনি? এই মুহূর্তে রাজ্য BJP সভাপতি পদে রয়েছেন সুকান্ত মজুমদার। তাঁর নেতৃত্বেই বঙ্গে লোকসভা নির্বাচন লড়তে চলেছে গেরুয়া শিবির। সবমিলিয়ে এই মুহূর্তে অন্যতম গুরুত্ব রাজনীতিক তিনি।কত আয় সুকান্তর?

    হলফনামা মোতাবেক ২০২২-২৩ অর্থবর্ষে সুকান্ত মজুমদারের আয় ছিল ৯ লাখ ৯৪ হাজার ৬২০, ২০২১-২২ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৯ লাখ ৩০ হাজার ৩২০, ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় ৫ লাখ ৯৫ হাজার ২১০ এবং ২০১৯-২০ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৯ লাখ ১৯ হাজার ৩০০ টাকা। তাঁর স্ত্রী কোয়েল চৌধুরীর আয় ২০২২-২৩ অর্থবর্ষে ৬ লাখ ৩৩ হাজার ৪২০, ২০২১-২২ অর্থবর্ষে ৬ লাখ ৬৪ হাজার , ২০২০-২১ অর্থবর্ষে ৪ লাখ ৬৪ হাজার ২৬০, ২০১৯-২০ অর্থবর্ষে ৩ লাখ ৮২ হাজার ৪০০। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের জন্য জমা দেওয়া হলফনামা মোতাবেক সুকান্ত মজুমদারের ২০১৭-১৮ অর্থবর্ষে আয় ছিল ৪ লাখ ৬৫ হাজার ২৮০

    এই মুহূর্তে হাতে কত টাকা রয়েছে সুকান্ত মজুমদারের?

    হলফনামা মোতাবেক, এই মুহূর্তে সুকান্ত মজুমদারের হাতে রয়েছে ৫০ হাজার টাকা নগদ এবং তাঁর স্ত্রীর হাতে রয়েছে নগদ ২০ হাজার।

    গাড়ি রয়েছে কত টাকার?

    সুকান্ত মজুমদার ২০১১ সালে একটি স্কুটার কিনেছিলেন ৪৫ হাজার মূল্যের। ২০২১ সালে তিনি একটি গাড়ি কেনেন যার মূল্য ৬ লাখ ৩৭ হাজার ৪৫০ টাকা। তাঁর স্ত্রী ২০১৬ সালে একটি গাড়ি কেনেন যার মূল্য ৪ লাখ ৩৬ হাজার ৩৩০ এবং একটি স্কুটার কেনেন ২০১১ সালে মূল্য ৬০ হাজার ৫০০।

    সুকান্ত মজুমদারের হাতে থাকা গয়নার পরিমাণ কত?

    সুকান্ত মজুমদারের কাছে সোনা রয়েছে ৩০ গ্রাম, যার বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা এবং তাঁর স্ত্রীর কাছে সোনা রয়েছে ১৫০ গ্রাম, যার বাজার মূল্য ৯ লাখ টাকা।

    সুকান্ত মজুমদারের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ

    হলফনামা মোতাবেক সুকান্ত মজুমদারের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩৪ লাখ ৭৪ হাজার ৩০৫ টাকা ৮৭ পয়সা এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ ২০ লাখ ৫০ হাজার টাকা। ২০১৯ সালের হলফনামা মোতাবেক তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ ছিল ৯ লাখ ৩৩ হাজার ৯৩৮ টাকা। স্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১৭ লাখ ২২ হাজার ৫০০ টাকার।
  • Link to this news (এই সময়)