• Debashish Dhar’s Response: ‘হাতের রক্ত মোছেনি, সেই প্রার্থী হয়েছে’, মমতার আক্রমণের পাল্টা বোমা বিজেপির দেবাশিসের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৫ এপ্রিল ২০২৪
  • Debashish Dhar’s Response On CM Mamata Banerjees Shitalkuchi firing Attack:

    কোচবিহারের প্রচারসভার শুরুতেই মুখ্যমন্ত্রী একুশের ভোটে ঘটে যাওয়া শীতলকুচি গুলি কাণ্ডের স্মৃতি উসকে দেন।

    নিশানা করেন তৎকালীন এসডিপিও দেবাশিস ধর’কে।

    এই পুলিশ কর্তার বিরুদ্ধে তাঁর সরকারের শাস্তিমূলক পদক্ষেপের কথা যেমন জানান, তেমনই দেবাশিসকে বাঁচাতে মোদী সরকারের ভূমিকার কথাও বলেন। আইপিএস দেবাশিস ধর ভোটের আগেই চাকরি ছেড়েছেন। এরপর বিজেপি তাঁকে প্রার্থী করেছে বীরভূমে। যা নিয়ে বিজেপির সমালোচনা করে দেবাশিসকে চাঁচাছোলা নিশানা করেন মুখ্যমন্ত্রী। ছাড়বার পাত্র নন প্রাক্তন এই আইপিএস-ও। ইঁটের বদলে পাটকেল ছুঁড়েছেন তিনি।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)