PM Modi: আর প্রার্থীদের নয়, ভোটের মুখে মরিয়া মোদী এবার কাকে ফোন করে সাহস দিলেন?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৫ এপ্রিল ২০২৪
PM Modi’s Phon Calls:
বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র ও কৃষ্ণনগরের অমৃতা রায়কে এর আগে ফোন করে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী। যা ঘিরে জোর চর্চা চলে। ফোনের মাধ্যমেই রাজনীতিতে নবাগতা এই দুই মহিলা প্রার্থীর সাহস যোগাতে চেয়েছিলেন নমো। প্রশ্ন উঠেছিল, শুধু প্রার্থীদের সাহস দিলেই চলবে? মাঠে ময়দানে নেমে যারা পদ্ম প্রতীককে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প করেছেন তাঁদের কেন খোঁজখবর নিচ্ছেন না প্রধানমন্ত্রী?