Mayank Yadav Vegetarian: ডায়েটে নেই মাছ-মাংস! নিরামিষ ডাল-পনিরেই ব্যাটারদের চোখে সর্ষেফুল দেখাচ্ছেন মায়াঙ্ক
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৫ এপ্রিল ২০২৪
LSG Fastest Bowler Mayank Yadav:
লখনও সুপার জায়ান্টস (এলএসজি) পেসার মায়াঙ্ক যাদব এবারের আইপিএলের অন্যতম বড় আবিষ্কার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঘণ্টায় ১৫০ কিলোমিটারেরও বেশি গতিতে বল ছোটাচ্ছেন মায়াঙ্ক। তাঁর এই দুর্ধর্ষ বোলিংয়ের জেরে লখনওয়ের ফ্র্যাঞ্চাইজি এবারের আইপিএলে ভালো জায়গায় আছে।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)