• Uttarakhand risk: ছুটি পেলেই উত্তরাখণ্ডে যেতে চান? এখনই সাবধান না হলে বড় বিপদে পড়তে পারেন
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৫ এপ্রিল ২০২৪
  • The risk of Glacial Lake Outburst Floods:

    দেশের পার্বত্য রাজ্য উত্তরাখণ্ডের আয়ের অন্যতম উৎস পর্যটন। ধর্মীয় পর্যটনকে কেন্দ্র করে প্রতিবছর উত্তরাখণ্ডে পর্যটকরা ব্যাপকহারে ভিড় জমান। তার মধ্যে বাঙালি পর্যটকদের সংখ্যা যথেষ্ট। কিন্তু, সাম্প্রতিক সময়ে উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা পর্যটকদের ঝুঁকি কয়েকগুণ বাড়িয়ে তুলেছে। এর পিছনে ক্রমবর্ধমান তাপমাত্রাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ক্রমবর্ধমান তাপমাত্রার জেরে হওয়া হিমবাহী হ্রদ বিস্ফোরণ, ২০১৩ সালে কেদারনাথ উপত্যকা এবং ২০২১ সালে চামোলির কিছু অংশকে ভাসিয়ে নিয়ে গিয়েছে। যা বুঝিয়ে দিয়েছে, অদূর ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও বাড়বে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)