• ফিফা ব়্যাঙ্কিংয়ে আবার নেমে গেল ভারত, সাত বছরে সবচেয়ে খারাপ ...
    আজকাল | ০৫ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফিফা ব়্যাঙ্কিংয়ে নেমে গেল ভারত। বৃহস্পতিবার যে ব়্যাঙ্কিং প্রকাশিত হয়েছে তাতে ১২১ নম্বরে রয়েছে সুনীল ছেত্রীরা। যা গত সাত বছরে সবচেয়ে খারাপ। কয়েকদিন আগেও ১১৭ নম্বরে ছিল ভারতীয় ফুটবল দল। গতবছর একশোর মধ্যে ঢুকে পড়েছিল। কিন্তু বিশ্বকাপ কোয়ালিফায়ারে আফগানিস্তানের কাছে হারের ফলে ব়্যাঙ্কিংয়ে অধঃপতন হল ইগর স্টিমাচের দলের। আরও চার ধাপ নেমে গেলেন সুনীলরা। ৬ জুন যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে ম্যাচ ভারতের। সেদিন জিততে না পারলে ব়্যাঙ্কিং আরও তলানিতে গিয়ে ঠেকতে পারে। এএফসি এশিয়ান কাপের পর এবার বিশ্বকাপ কোয়ালিফায়ারেও ব্যর্থতা। স্টিমাচকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রতি মাসে বিপুল বেতন পান ক্রোয়েশিয়ান কোচ। সেই তুলনায় পারফরম্যান্স নেই। সাই দেশের বিভিন্ন খেলার পারফরম্যান্স নিয়মিত খতিয়ে দেখে। কেন ভারতীয় ফুটবল দলের এই হাল, সেই বিষয়ে ফেডারেশনের কাছে জানতে চেয়েছে। পরিস্থিতি যা, তাতে ৬ জুন যুবভারতীতে কুয়েতের কাছে হারলে চাকরি বাঁচানো কঠিন হবে স্টিমাচের। তিনি দলের দায়িত্ব নেওয়ার পর ইন্টারন্যাশনাল কাপ, ত্রিদেশীয় সিরিজ এবং সাফ কাপ জেতে ভারত। কিন্তু শুধু এই দিয়েই কি ভারতের পারফরম্যান্স বিচার করা যাবে? কয়েকদিন আগে স্টিমাচ নিজেই বলেছিলেন, ভারতকে তৃতীয় রাউন্ডে ওঠাতে না পারলে পদত্যাগ করবেন। তিনি করুন বা নাই করুন, কুয়েত ম্যাচ হারলে তাঁর গদি বাঁচানো কঠিন হয়ে যাবে।
  • Link to this news (আজকাল)