• সেনাদের সঙ্গে ঝামেলা, ভাঙা হল ইস্টবেঙ্গল ক্লাবের অস্থায়ী নির্মাণ...
    আজকাল | ০৫ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আইএসএলে দুর্দান্ত জয় পাওয়ার পরের দিনই বিপাকে পড়ল ইস্টবেঙ্গল। ক্লাবের একটি অংশ ভেঙে দিল সেনাবাহিনী। বলা হয়েছে, তাঁদের অনুমতি ছাড়া অস্থায়ী নির্মাণ করায় এই পদক্ষেপ নেওয়া হয়। তবে ইস্টবেঙ্গল কর্তাদের দাবি, একটি ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। সেটা মিটে গিয়েছে। খুব শীঘ্রই আবার নির্মাণ কাজ চালু হবে। ইস্টবেঙ্গলের ক্যাফেটেরিয়ার পেছন দিকে একটি শৌচালয় ছিল। সেটা সংস্কার শুরু হয়েছিল। কিন্তু ময়দানের তিন প্রধানের জমি সেনাবাহিনীর অধীনে। সুতরাং, কোনও নির্মাণের আগে তাঁদের অনুমতি লাগে। মার্চের শেষে প্রথম এই অস্থায়ী নির্মাণ সেনাবাহিনীর নজরে পড়ে। সঙ্গে সঙ্গেই কাজ বন্ধ করতে বলা হয়। এরপর ১ এপ্রিল টহল দিতে গিয়ে তাঁরা দেখতে পায় কাজ বন্ধ হয়নি। সঙ্গে সঙ্গেই ক্লাবের কাছে নির্মাণের ব্যাখ্যা চাওয়া হয়। তারপরই সেই অংশ ভেঙে ফেলা হয়। ক্লাবের শীর্ষ কর্তারা দাবি, তাঁরা অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছিল। কিন্তু কোনও কারণে ভুল বোঝাবুঝি হয়েছে। আরও দাবি করেন, সমস্যা মিটে গিয়েছে। দ্রুত নির্মাণের কাজ শুরু হবে। 
  • Link to this news (আজকাল)