• ইডেনে বিরাট কোহলির ম্যাচের টিকিটের দাম বাড়ছে' জোর জল্পনা...
    আজকাল | ০৫ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইডেনে আইপিএলের টিকিটের চাহিদার শেষ নেই। প্রথম পর্বের যে সূচি প্রকাশ করেছিল আইপিএল কর্তৃপক্ষ, তাতে শুধুমাত্র একটা ম্যাচ ছিল। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলে কেকেআর। সেই ম্যাচে গ্যালারি হাউজফুল হয়নি। কিন্তু পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করতেই টিকিটের চাহিদা তরতর করে বেড়ে গিয়েছে। গোটা বছর কলকাতার ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করে মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির জন্য। কিন্তু এবার চেন্নাই সুপার কিংসের ম্যাচ নেই ইডেনে। দোলের দিন সূচি প্রকাশ হওয়া মাত্র মুষড়ে পড়ে ধোনি ফ্যানরা। সুতরাং একমাত্র ভরসা বিরাট কোহলি। তাই কলকাতায় কেকেআর-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। অনলাইনে ইতিমধ্যেই টিকিট নিঃশেষ। এবার "মওকে পে চৌকা" মারতে চাইছে সিএবি এবং কেকেআর ম্যানেজমেন্ট। শুধুমাত্র কেকেআর-আরসিবি ম্যাচের টিকিটের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। শোনা যাচ্ছে, টিকিট প্রতি ৫০০ টাকা বাড়ানো হচ্ছে। অর্থাৎ, আগে যদি টিকিটের দাম ৫০০ হয়ে থাকে, তাহলে এবার সেই একই টিকিট কাটতে খরচ করতে হবে ১০০০ টাকা। প্রত্যেক মূল্যের টিকিটের ওপরই ৫০০ টাকা করে বাড়ানো হচ্ছে। যাতে মাথায় হাত পড়েছে ক্লাবকর্তাদের। প্রত্যেক ক্লাবের কিছু কোটার টিকিট থাকে। যা এবার তাঁদের কিনতে হবে আরও বেশি মূল্য দিয়ে। ইতিমধ্যেই তাঁদের কাছে চিঠি চলে গিয়েছে। ২১ এপ্রিল দুপুর সাড়ে তিনটেয় বিরাট কোহলিদের বিরুদ্ধে ম্যাচ। টিকিটের দাম উপেক্ষা করে, প্রচণ্ড দাবদাহের মধ্যেই কেকেআর-আরসিবির হাইভোল্টেজ ম্যাচ দেখার জন্য তৈরি শহরের ক্রিকেটপ্রেমীরা।
  • Link to this news (আজকাল)