• রাস্তা তৈরির জন্য কাটা হয়েছে সাড়ে ৭ হাজারের বেশি গাছ! ...
    আজকাল | ০৫ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তৈরি হবে রাস্তা, আর তার জন্য কাটা হল সাড়ে ৭ হাজারের বেশি গাছ। ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ তেমনটাই দাবি করেছে। দিল্লি দেরাদুন এক্সপ্রেসওয়ের প্রায় ১৬ কিলোমিটার রাস্তা তৈরির জন্য এই বিপুল পরিমানে গাছ কাটা হয়েছে বলে দাবি করা হয়েছে। এর মধ্যে প্রায় ৫ হাজার গাছ উত্তরাখণ্ডের এবং প্রায় আড়াই হাজার গাছ উত্তরপ্রদেশের। নয়ডার এক সমাজকর্মী আরটিআই আইনের অধীনে প্রশ্ন করেছিলেন। সঙ্গেই জানতে চেয়েছিলেন এই বিপুল পরিমাণ গাছ কাটার পর, তার প্রতিস্থাপন বিষয়ে কী ভাবনাচিন্তা করা হচ্ছে। তার উত্তরে জানানো হয়েছে প্রায় সাড়ে ৭ হাজার গাছের পরিবর্তে ১ লক্ষ ৭৬ হাজারের বেশি গাছ লাগানো হবে। দিল্লি এবং দেরাদুনের মধ্যে যাতায়াতের সময় বাঁচাতে যে এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে সেটি আগামী বছর থেকে সাধারণের জন্য খুলে যাবে বলে মনে করা হচ্ছে। এই রাস্তা খুলে গেলে দিল্লি থেকে দেরাদুন যেতে সময় লাগবে আড়াই ঘণ্টা।
  • Link to this news (আজকাল)