জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সারদা মামলার শুনানিতে বিস্ফোরক সুদীপ্ত সেন। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। ঠিকমতো খেতে দেওয়া হয় না, অমানবিক আচরণ। পিটিশন লেখার জন্য কাগজও দেওয়া হয়না। এজলাসে অভিযোগ সারদা-কর্তা সুদীপ্ত সেনের। তিনি বলেন, প্রেসিডেন্সি জেলে তার সঙ্গে অমানবিক ব্যবহার করা হচ্ছে, দুর্ব্যবহার করা হচ্ছে। ঠিক করে খেতে দেওয়া হচ্ছে না। নির্যাতন করা হচ্ছে। আদালতে পিটিশনের জন্য লেখার কাগজও দেওয়া হচ্ছে না। হাজার হাজার কর্ম সংস্থান নষ্ট করে কোম্পানি তুলে দেওয়া হয়েছে।
এদিন সুদীপ্ত সেন এজলাসে বিস্ফোরক মন্তব্য করেন। সুদীপ্ত সেনের আইনজীবী বলেন, মামলা যখন চলছিল তখন কিছু বলতে চাইছিলেন। পরে সুদীপ্ত সেন তাঁর ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি কথা বলেন। জেলে ওনার কিছু সমস্যা হচ্ছে।