• Infosys Campus In Kolkata : মাস দুয়েকের মধ্যেই রাজারহাটে চালু ইনফোসিস-ক্যাম্পাস
    এই সময় | ০৫ এপ্রিল ২০২৪
  • প্রশান্ত ঘোষ : কাউন্ট ডাউন শুরু, রাজ্যে প্রথম ক্যাম্পাস চালু করতে চলেছে ইনফোসিস। মাত্র দু’বছরের মধ্যেই প্রথম পর্যায়ে বিল্ডিং নির্মাণ থেকে যাবতীয় পরিকাঠামোর কাজ শেষ করেছে তারা। এ বার তথ্যপ্রযুক্তি কর্মীদের ক্যাম্পাসে এনে পুরোদমে কাজ চালুর চিন্তাভাবনা করছেন কর্তৃপক্ষ। সূত্রের খবর, মে মাসের মধ্যেই এই ক্যাম্পাস চালু হয়ে যেতে পারে।তার আগে ‘ফিনিশিং টাচ’ চলছে ক্যাম্পাসের ভিতরে-বাইরে। দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস যে ধরনের ক্যাম্পাস তৈরি করেছে রাজারহাটে, তা শুধু রাজ্যের নয়, গোটা দেশের পক্ষেও শ্লাঘার। যদিও ক্যাম্পাস চালুর আগে বেশ কিছু অসুবিধার কথা জানিয়ে তারা দরবার করেছিল জমি প্রদানকারী সংস্থা হিডকো’র কাছে।

    প্রথম দাবি ছিল, ক্যাম্পাসের চারপাশে সার্ভিস রোড ও সামনের রাস্তা মেরামত করে দিতে হবে। নিকাশি নালা, ২৪ ঘণ্টা পানীয় জল, বিদ্যুৎ, ইন্টারনেটের সুবন্দোবস্ত থাকতে হবে। ক্যাম্পাসের সামনে হাতিশালা সিক্স লেনে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কয়েকশো পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে থাকে। রাস্তাতেই রান্না-বান্না, মূত্র ত্যাগ করেন ট্রাক-চালকরা।

    সেই ট্রাক সরানোর জন্যে এবং ইনফোসিসকে বিধাননগর পুলিশ কমিশনারেটের আওতায় আনতেও আধিকারিকরা চিঠি দিয়েছিলেন হিডকো কর্তৃপক্ষকে। হিডকোর এক কর্তা বলেন, ‘খুব শীঘ্রই ওঁরা ক্যাম্পাস চালু করবেন, এমনটা জানিয়ে আমাদের চিঠি দিয়েছিলেন। আমরা সেই মতো ক্যাম্পাসের বাইরে সার্ভিস রোড, নিকাশি নালা, স্ট্রিট লাইট--সব কিছুর ব্যবস্থা করেছি। পুলিশকে বলা হয়েছে ক্যাম্পাসের সামনে যে সারিবদ্ধ ট্রাকের লাইন থাকে, তা সরাতে।

    কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার দূরত্ব ক্যাম্পাস থেকে সাত কিলোমিটার। ইনফোসিস কর্তারা চাইছেন, বিধাননগর পুলিশ কমিশনারেটের কাছাকাছি কোনও থানার অধীন থাকতে। কিন্তু আমরা স্পষ্ট জানিয়েছি, আগামী দিনে পোলেরহাটের পরিবর্তে কলকাতা পুলিশের হাতিশালা থানার অধীনে হবে ইনফোসিস। এবং সেই থানার বিল্ডিং তৈরি হবে ক্যাম্পাসের ঠিক পিছনেই।’

    ইনফোসিস সূত্রে খবর, রাজারহাট ক্যাম্পাস চালু না হলেও তারা নিউ টাউনে বিল্ডিং ভাড়া করে অফিস চালু করেছে অনেক আগেই। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঠিক উল্টো দিকে একটি বহুতলে শতাধিক তথ্যপ্রযুক্তি কর্মীকে নিয়ে সেই অফিস চলছে। সেখানকার কর্মীদের নতুন অফিসে শিফটের পাশাপাশি নতুন বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে।

    সব মিলিয়ে এক হাজার কর্মী কাজ করবেন রাজারহাট ক্যাম্পাসে। তার পর আগামী দু-বছরের মধ্যে ধীরে ধীরে কর্মী সংখ্যা বেড়ে দু’থেকে তিন হাজার হবে। আর পুরো ৫০ একর জমির উপরে যখন একাধিক বিল্ডিং মাথা তুলবে, তখন কর্মীর সংখ্যা দশ হাজারের গণ্ডি ছাড়াবে। রাজারহাট ক্যাম্পাসের দায়িত্ব থাকা ইনফোসিসের এক কর্তা বলেন, ‘পরিকাঠামো রেডি, শুধু অপারেশন শুরু হওয়ার অপেক্ষা।’

    তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ২০১১-র ১৮ নভেম্বর নিউ টাউনে প্রথম জমি পায় ইনফোসিস। ৭৫ কোটি টাকার বিনিময়ে ৫০ একর জমি পায় ভারতের বৃহত্তম এই তথ্যপ্রযুক্তি সংস্থা। ঠিক হয় ৯৯ বছরের জন্যে জমি লিজ পাবে তারা এবং প্রাপ্য জমির ৭৫ শতাংশে তথ্যপ্রযুক্তি বা সেই সম্পর্কিত কাজে ব্যবহৃত হবে। ইনফোসিসের পাশে আইটিসি ইনফোটেক এবং উইপ্রোও জমি পায় পঞ্চাশ একর করে। আইটিসির বিল্ডিংও রেডি অপারেশনের জন্যে। উইপ্রো বিল্ডিং নির্মাণের কাজ শুরু করেছে।
  • Link to this news (এই সময়)