Mallikarjun Kharge On Narendra Modi : 'আফিম খেয়ে ঘুমাচ্ছিলেন!' মোদীকে বেনজির আক্রমণ খাড়গের
এই সময় | ০৫ এপ্রিল ২০২৪
লোকসভা নির্বাচন যত এগোচ্ছে ততই চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। প্রচার পর্বে শাসক-বিরোধী একে অপরকে আক্রমণের পালাও তুঙ্গে। কঙ্গনা রানাউত, হেমা মালিনিকে নিয়ে ব্যক্তি আক্রমণের তরজার মাঝেই এবার নরেন্দ্র মোদীকে বেনজির কটাক্ষ মল্লিকার্জুন খাড়গের। তাঁর কথায়, 'আফিম খেয়ে ঘুমাচ্ছিলেন প্রধানমন্ত্রী।'কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে তীব্র কটাক্ষ করেন। চিনা সৈন্য যখন ভারতের ভূৎখণ্ডে প্রবেশ করছিল তখন আফিম খেয়ে ঘুমাচ্ছিলেন প্রধানমন্ত্রী। এমনটাই মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC) সংলগ্ন ৩০টি এলাকার নাম পরিবর্তন করে ফেলেছে চিন। অরুণাচল প্রদেশের উত্তর পূর্ব অংশের একাধিক স্থানের নাম পালটে ফেলেছে শি জিনপিংয়ের দেশ। সেই প্রসঙ্গ টেনেই প্রধানমন্ত্রী সম্পর্কে মন্তব্য খাড়গের।
রাজস্থানের চিতরগড়ে একটি নির্বাচনী সভা থেকে মল্লিকার্জুন খাড়গে বলেন, 'মোদী বলেন তাঁর ৫৬ ইঞ্চির ছাতি। তিনি না কি ভয় পান না। তাই যদি হয়, তাহলে চিনের জন্য দেশের একটি বড় অংশ ছেড়ে দিলেন কেন? ওরা আমাদের ঘরে ঢুকে পড়ছে আর আপনি ঘুমোচ্ছেন? আপনি কি ঘুমের ওষুধ খেয়েছিলেন? রাজস্থান থেকে আফিম নিয়ে গিয়েছিলেন? সেই আফিম টেনেই কি আপনি ঘুমিয়ে পড়েছিলেন?' পাশাপাশি নরেন্দ্র মোদীকে তিনি 'মিথ্যের সর্দার' বলে কটাক্ষ করেন। তাঁর উদ্দেশ্য দেশের উন্নতি নয়, গান্ধী পরিবারকে অসম্মানিত করা। এমনও উল্লেখ করেন মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস সভাপতির কথায়, 'উনি দেশের জন্য ভাবেন না। তিনি শুধু গান্ধী পরিবারকে গালাগাল করে যান। দেশের মানুষকে টর্চার করে চলেছেন। তিনি অনরগল মিথ্যা বলে যান। মোদী মিথ্যার সর্দার।'
১৯৮৯ সালের পর থেকে গান্ধী পরিবারের কোনও সদস্য প্রানমন্ত্রীর কুর্সিতে বসেনি। তা সত্ত্বেও নরেন্দ্র মোদী কোনওদিন পরিবারবাদ নিয়ে খোঁচা দিতে ছাড়েন না।
প্রসঙ্গত, BJP সাংসদ হেমা মালিনী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালার। হেমা মালিনী সম্পর্কে যৌন ইঙ্গিতবাহী এই মন্তব্য নিয়ে নিন্দার ঝড়। কংগ্রেসের নিন্দায় সরব BJP। কড়া ভাষায় রণদীপ সুরজেওয়ালার সমালোচনা করেছে গেরুয়া শিবির। এক্স হ্যান্ডেলে ভিডিয়ো শেয়ার করেছেন BJP আইটি সেলের প্রধান অমিত মালব্য। সেই ভিডিয়োতেই মথুরার BJP সাংসদ হেমা মালিনী সম্পর্কে মন্তব্য করতে দেখা যায় কংগ্রেস সাংসদ রণদীপ সুরজেওয়ালাকে। মাত্র কিছুদিন আগে BJP প্রার্থী অভিনেত্রী কঙ্গনা রানাউত সম্পর্কে মন্তব্য করার অভিযোগে নির্বাচন কমিশন সেন্সর করে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেতকে।