তাইওয়ান, চিন-জাপানের আতঙ্ক এবার ভারতেও। রাতে জোরাল ভূমিকম্প ভারতের একাধিক রাজ্যে। বৃহস্পতিবার রাতে হিমাচলের চাম্বা জেলায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। হিমাচলের পাশাপাশি জম্মু-কাশ্মীরেও ভূমিকম্প অনুভূত হয়েছে।বৃহস্পতিবার রাত ৯টা ৩৪ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় হিমাচল প্রদেশে। মূলত চাম্বা জেলায় ভূমিকম্প হলেও, মানালির বাসিন্দারাও সেই কম্পন অনুভব করেছেন। এমনকী, চণ্ডীগঢ় সহ উত্তর ভারতের একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ৭ সেকেন্ডের জন্য এই ভূমিকম্প হয়।
তবে কেবলমাত্র চাম্বা নয়, মানালি বাসিন্দারাও কম্পন অনুভব করেন। মাত্র কয়েক সেকেন্ডের জন্য কম্পন হলেও তার তীব্রতা খুব শক্তিশালী ছিল। আতঙ্কে লোকজন ঘর ছেড়ে বেরিয়ে আসেন। স্থানীয়রা জানিয়েছেন, চাম্বা থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত মানালিতেও এই কম্পন টের পাওয়া গিয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান। ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪। এই ভূমিকম্পে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় হাজার। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশজুড়ে। তাইওয়ানের ভূমিকম্পের জেরে জাপান ও ফিলিপিন্সে সুনামির সতর্কতাও জারি করা হয়েছিল। ঠিক তার পরপরই বৃহস্পতিবারই ভোরে প্রথমে চিনে এবং তার কিছুক্ষণ পরে জাপানে ভূমিকম্প হয়। গত কয়েকদিন ধরে এশিয়ার একের পর এক দেশ ভূমিকম্পের ছেড়ে আতঙ্ক তৈরি হয়েছে।
উত্তরাখণ্ড, উত্তর প্রদেশের পাহাড়ি অংশ এবং হিমাচল প্রদেশ জুড়ে এই ভূমিকম্প নতুন নয়। সাম্প্রতিক অতীতে একাধিক এমন ছোট-বড় কম্পনের সাক্ষী থেকেছে গোটা উত্তর ভারত। প্রায়শই কেঁপে উঠেছে দিল্লি। এদিকে, চিন-জাপান ছাড়াও বড়সড় কম্পন হয়েছে পাকিস্তান, আফগানিস্তানেও। সে ক্ষেত্রে আইআইটি গবেষকদের একাংশের বক্তব্য, উত্তর পশ্চিম ভারতের একাধিক পাহাড়ি এলাকায় ঘন ঘন ভূমিকম্প হবে আগামী কয়েক বছরে। যে কোনও মুহূর্তেই প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। সময় থাকতে থাকতে সঠিক সিদ্ধান্ত না নিলে বা সতর্কতা অবলম্বন না করলে ভয়ানক বিপদের সম্মুখীন হতে পারে দিল্লিবাসীও। পৃথিবীর ১০টি শহরে আবহাওয়ায় বিরাট পরিবর্তন আসতে চলেছে খুব শীঘ্রই। তার মধ্যে অন্যতম দিল্লি। এমনই আশঙ্কাবাণী শুনিয়েছে BING-এর AI। বায়ুদূষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথা চিন্তা করে আগে থেকে সতর্কতা অবলম্বন না করা হয় তবে ১০০ বছর পর দুনিয়া কী অবস্থা হতে পারে, তার একটি সম্মক ধারণা দিয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তা। আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, দিল্লি সহ গোটা উত্তর ভারতে ভয়ংকর ভূমিকম্প হবে আগামী কয়েক বছরের মধ্যে।