নওশাদের বদলে মজনু, এ যেন উলটে দেওয়ার আগেই সব পালটে গেল! লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লড়বেন বলে অন্তত অতীতে '১৮০ বার' হুংকার দিয়েছিলেন ISF-এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি। কিন্তু, দলের দ্বিতীয় তালিকায় দেখা গেল দূর দূরান্ত পর্যন্ত নাম নেই তাঁর। পরিবর্তে ISF ডায়মন্ড হারবার থেকে প্রার্থী করেছে মজনু লস্করকে। আর এই ঘোষণার পরই মুচকি হাসছেন এলাকার তৃণমূল নেতারা। হুংকার দিয়েও যুদ্ধ ময়দানে নামলেন না 'ইয়ং ট্যালেন্ট' নওশাদ, 'পালিয়ে গেলেন', ভেসে আসছে কটাক্ষ।বৃহস্পতিতেই একটি টুইট করেছেন দেবাংশু ভট্টাচার্য। তিনি লেখেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ে বিরুদ্ধে দাঁড়াতে চেয়ে, নিজেই চ্যালেঞ্জ জানিয়ে তারপর নিজেই সেখান থেকে পালিয়ে যাওয়াকে নৌশাদ সিদ্দিকী বলে। এই জন্যই আমরা বলি, পান্তা ভাত খেয়ে বিরিয়ানির ঢেঁকুর তোলা উচিত না।'
দলের একটা সিস্টেম আছেনওশাদ সিদ্দিকি
শুধু দেবাংশু নয়, কটাক্ষের বন্যা সর্বত্র। এবার ‘আত্মপক্ষ সমর্থন’-এ যুক্তির ঢাল সাজালেন নওশাদ। কেন ডায়মন্ড হারবার থেকে লড়লেন না তিনি? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে 'আবেগ স্তুতি' শোনা গেল নওশাদের কণ্ঠে। তিনি বলেন, 'আমারও আবেগ আছে। কিন্তু, নওশাদের জন্য আই এস এফ নয়, আই এস এফ এর জন্য নওশাদ। দলের একটা সিস্টেম আছে। সেটাই প্রাধান্য । দল যা সিদ্ধান্ত নিয়েছে তা নিশ্চই ভালোর জন্য নিয়েছে।' পাশাপাশি তিনি যাতে গোটা রাজ্যে গিয়ে প্রচার চালাতে পারেন, সেই লক্ষ্যেই দল তাঁকে অব্যাহতি দিয়েছে, প্রকারান্তে দাবি নওশাদের।
ISF Candidate List : 'দ্বিধা'র মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ আইএসএফ-এর
কিন্তু, দলের চেয়ারম্যানের কথাও কি ISF-এ গুরুত্বহীন?
এই প্রসঙ্গে নওশাদ ফের একবার 'দলের দোহাই' দিয়েছেন। তিনি বলেন, 'আমার মন হয় এই বার্তা দলের নীচু স্তর পর্যন্ত পৌঁছবে যে এই দলে চেয়ারম্যানের ইচ্ছার থেকে দলের সিদ্ধান্ত বড়।' সব মিলিয়ে তিনি যে 'দল নিবেদিত প্রাণ' তা বোঝানোর চেষ্টা করেছেন নওশাদ। এদিকে বাম কংগ্রেস আসন সমঝোতার দিকে ঝুঁকলেও ISF-এর সঙ্গে জোটের কোনও সম্ভাবনা আর নেই বলেই পর্যবেক্ষণ ওয়াকিবহাল মহলের।
এই প্রসঙ্গে নওশাদ বলেন, 'বুধবার রাত পর্যন্ত আলোচনার দরজা খোলা ছিল। কিন্তু, সদর্থক উত্তর আমাদের কাছে আসেনি। আমরা অনেকটা নেমেছি । কিন্তু, দেখছি শুধু আলোচনা হচ্ছে। আর সময় আমাদের থেকে দ্রুত কেড়ে নেওয়া হচ্ছে। যে আসনগুলো আমাদের ছাড়তে হত সেগুলোতে তাঁরা প্রার্থী ঘোষণা করে দিল। ন্যূনতম সম্মান আমাদের দেওয়া হচ্ছে না।'