• পুরোনো কর্মীদের নিয়ে ভোটে নামার নির্দেশ অভিষেকের
    এই সময় | ০৫ এপ্রিল ২০২৪
  • এই সময়, ঝাড়গ্রাম: দলের পুরোনো নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লোকসভা ভোটে ঝাঁপানোর নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুর দু’টো নাগাদ হেলিকপ্টারে কলকাতা থেকে ঝাড়গ্রাম পৌঁছে একটি বেসরকারি অতিথিশালায় টানা দু’ঘণ্টা রূদ্ধদ্বার বৈঠক করেন তিনি।ওই বৈঠকে হাজির ছিলেন জেলার বিধায়ক থেকে শুরু করে দলের ব্লক সভাপতি, শাখা সংগঠনের জেলা সভাপতিরা। এ বারের পঞ্চায়েত ভোটে দল তাঁকে টিকিট না দেওয়ায় রাজনীতির ময়দান থেকে কার্যত দূরে সরে গিয়েছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত। জেলা সভাপতি দুলাল মুর্মুর ‘বিরুদ্ধ গোষ্ঠী’ বলে পরিচিত উজ্জ্বলকে জেলা তৃণমূলের সাংগঠনিক পদেও রাখা হয়নি।

    এদিনের বৈঠকে তাঁকে ঢুকতে দেখে অনেকেই চমকে যান। দলীয় সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে প্রথমেই উজ্জ্বল দত্ত এবং বিধায়ক দুলাল মুর্মুকে নিয়ে আলাদা করে প্রায় আধ ঘণ্টা বৈঠক করেন। সেখানে দুলালের বিরুদ্ধে তাঁর সমস্ত ক্ষোভ উগরে দেন উজ্জ্বল। সাত জন বিধায়কের সঙ্গে আলাদা ভাবে বৈঠক করেন অভিষেক। সেখানেও উজ্জ্বল উপস্থিত ছিলেন।

    উজ্জ্বল দত্ত বলেন,‘আমাকে দলের কোনও পদে রাখা হয়নি। এতদিন দলের কোনও বৈঠকেও ডাকা হয়নি। এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বৈঠকে উপস্থিত হতে বলা হয়েছিল তাই এসেছি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যা নির্দেশ দিয়েছেন তা অবশ্যই পালন করব।’

    ব্রিগেডের মঞ্চ থেকে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে কালীপদ সোরেনের নাম ঘোষণা হওয়ার পর থেকেই একাধিকবার ঝাড়গ্রামে দলীয় বৈঠকে গরহাজির ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো। যা বিষয়টি ভালো চোখে নেয়নি দল। এদিন বৈঠকে তাঁকে দেখা গেলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে ভোটের প্রচারে নামার নির্দেশ দেন।

    পাশাপাশি গোপীবল্লভপুর বিধানসভার পর্যবেক্ষক হিসেবে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক অজিত মাহাতো এবং প্রাক্তন বিধায়ক চুড়ামণি মাহাতোকে বাড়তি নজর দেওয়ার কথা বলেন অভিষেক। অজিত মাহাতো বলেন,‘আমাকে ভরসা করে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যথাযথ ভাবে পালন করবো।’

    জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু বলেন,‘দলের পুরোনো নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটের ময়দানে ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • Link to this news (এই সময়)