দিঘা বরাবরই বাঙালির ভারী পছন্দের একটি পর্যটনকেন্দ্র (Tourist Spot)। ফাঁক পেলেই ঝটিকা সফরে ভ্রমণপ্রিয় বাঙালির দল ঢুঁ মারে পূর্ব মেদিনীপুরের এই সৈকত শহরে। তবে দিঘা (Digha) বেড়ানো এবার আরও বেশি মনোগ্রাহী হতে চলেছে। সমুদ্রনগরী দিঘার প্রতি পর্যটকদের আকর্ষণ আরও বাড়াতে এবার তৎপর দিঘার সামুদ্রিক অ্যাকোরিয়াম ও গবেষণা কেন্দ্র কর্তৃপক্ষ।