• ‌ত্রিপুরায় ফের নেশার সামগ্রী উদ্ধার, ধৃত এক মহিলা
    আজকাল | ০৫ এপ্রিল ২০২৪
  • নিতাই দে, ‌আগরতলা: নির্বাচনের মুখে প্রতিদিন ত্রিপুরায় নেশার সামগ্রী উদ্ধার হচ্ছে। পাচারকারীর তালিকা থেকে বাদ যাচ্ছে না মহিলারাও। ফের রেলপথকে কাজে লাগিয়ে নেশার সামগ্রী পাচারের উদ্দেশে পাড়ি দেওয়ার সময় এক মহিলাকে গ্রেপ্তার করল রেল পুলিশ। বৃহস্পতিবার সন্ধেয় আগরতলার যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ মল্লিকা বিবি নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। মহিলার কাছ থেকে ২০টি প্লাস্টিকের কেসে মোড়ানো ২৬০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এই সাফল্য। মহিলাকে গ্রেপ্তার করেছে আগরতলা রেল পুলিশ ও নারকোটিক্স টিম। তার বিরুদ্ধে এন ডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। আপাতত মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে নারকোটিক্স ডিপার্টমেন্ট। জানা গেছে বাজেয়াপ্ত হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। শুক্রবার মহিলাকে রিমান্ডের অনুমতি চেয়ে আদালতে হাজির করানো হবে।
  • Link to this news (আজকাল)