• কর্মীর ঘাটতি দিল্লির এইএমস হাসপাতালে, চিঠি নার্স ইউনিয়নের...
    আজকাল | ০৫ এপ্রিল ২০২৪
  • বীরেন ভট্টাচার্য, দিল্লি: পর্যাপ্ত কর্মী, অ্যাটেনডেন্টের ঘাটতি দিল্লির এইমস হাসপাতালে। ফলে ব্যাহত হচ্ছে অপারেশন, এবং আইসিইউতে চিকিৎসা পরিষেবা। বিষয়টি জানিয়ে দিল্লি এইমসের অধিকর্তা এম শ্রীনিবাসকে চিঠি দিল নার্সদের সংগঠন। দ্রুত পর্যাপ্ত নিয়োগের দাবি জানানো হয়েছে চিঠিতে। হাসপাতাল সূত্রের খবর, অ্যাটেনডেন্টের ঘাটতি রয়েছে। ফলে চিকিৎসায় মনযোগ দিতে পারছেন না এইমসের চিকিৎসকরা। তাঁদের দাবি, একজন অ্যাটেনডেন্টের দৈনিক কিছু কাজ থাকে, তারমধ্যে রয়েছে রোগীদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখা, রোগীদের ঘরে খাবার পৌঁছে দেওয়া, গুরুত্বপূর্ণ লক্ষণ ফুটে উঠলে সেগুলো লক্ষ্য করা এবং রেকর্ড রাখা। মেডিক্যাল সুপারিডেন্ট নিরুপম মদন জানিয়েছেন, নার্স ইউনিয়নের চিঠিতে উল্লেখ করা দাবি খতিয়ে দেখা হচ্ছে। তাঁর মতে, হাসপাতালে অ্যাটেনডেন্ট নিয়োগ করা হয় সমস্ত নিয়ম মেনে। নার্সদের একাংশের বক্তব্য, হাসপাতালে মহিলা অ্যাটেনডেন্টের সংখ্যা উদ্বেগজনক। মহিলা অ্যাটেনডেন্টের সংখ্যা বাড়ানো এই মুহূর্তে খুবই জরুরি রোগীদের মর্যাদা, সম্মান এবং গোপনীয়তা রক্ষার জন্য। নার্সদের দাবি দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় রোগীদের পরিষেবা ব্যাহত হচ্ছে। হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে পুরুষ এবং মহিলা অ্যাটেনডেন্ট দ্রুত নিয়োগের দাবি জানিয়েছে নার্সদের ইউনিয়ন।
  • Link to this news (আজকাল)