• ৫৯ দিন পর খুলল ডুয়ার্সের চা বাগান
    আজকাল | ০৫ এপ্রিল ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স: টানা ৫৯ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলে গেল ডুয়ার্সের মাল ব্লকের সাইলি চা বাগান। স্বস্তির নিশ্বাস ফেললেন বাগানের প্রায় দেড় হাজার শ্রমিক ও তাঁদের পরিবার। পাশাপাশি কাটতে চলেছে দেবপাড়া চা বাগানের সমস্যাও। বৃহস্পতিবার মাল আদর্শ বিদ্যা ভবনের নির্বাচনী জনসভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বাগান খোলার খবরে স্বাগত জানিয়ে বলেন, "আজ একটা বাগান খুলে গেল। আমরা বন্ধ চা বাগান খোলার বিষয়ে আন্তরিক।" বৃহস্পতিবার সকালে যথারীতি চা বাগানে সাইরেন বাজে, শ্রমিকদের চা পাতা তুলতে দেখা যায়, শুরু হয় কাজ। গত জানুয়ারি মাসের দুটি পাক্ষিক মজুরির দাবিতে শ্রমিকরা কারখানা গেটের সামনে বিক্ষোভ দেখান। বাগান পরিচালন কর্তৃপক্ষ ৫ ফেব্রুয়ারি একটি পাক্ষিক মজুরি দেওয়ার কথা জানায়। কিন্তু, মজুরি না দিয়ে ৪ ফেব্রুয়ারি রাতে সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ লাগিয়ে চা বাগান কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে যায়। ৫ ফেব্রুয়ারি থেকে কর্মহীন হয়ে পড়েন প্রায় দেড় হাজার শ্রমিক। বাগান খোলার দাবীতে সোচ্চার শ্রমিকরা শ্রম আধিকারিক সহ বিভিন্ন সরকারি মহলে চিঠি দেন। বাগান না খুললে তারা ভোট বয়কটের কথাও বলেন। ৩ এপ্রিল জেলা শ্রম আধিকারিকের দপ্তরে এক ত্রিপাক্ষিক বৈঠকে বাগান খোলার সিদ্ধান্ত হয়। মালের সহকারী শ্রম আধিকারিক প্রনব কুমার দাস জানান, সমস্যার সমাধান হয়েছে। সাইলি চা বাগান ৪ এপ্রিল খুলে যাচ্ছে। চা বাগানের ম্যানেজার সুনীল আগরওয়াল জানান, বাগান খুলেছে এটা ভাল খবর। শ্রমিকদের বকেয়া দুই পাক্ষিক বেতনের একটি ৬ এপ্রিল এবং অন্যটি ১২ এপ্রিল দেওয়া হবে। অন্যান্য পাওনা ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে। বাগান খোলায় স্বাগত জানিয়েছেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ মন্ত্রী বুলু চিকবরাইক।
  • Link to this news (আজকাল)