• ব্রাত্যকে মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ রাজ্যপালের, পাল্টা বার্তা শিক্ষামন্ত্রীর...
    আজকাল | ০৫ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত নতুন নয়। তবে এবার এককদম এগিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীকে মন্ত্রিসভা থেকে অপসারণের সুপারিশ করলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর তেমনটাই। ইতিমধ্যে তাঁর পাল্টা দিয়েছেন খোদ শিক্ষামন্ত্রীও। তাঁর মতে এই সুপারিশ "হাস্যকর"। সূত্রের খবর, বৃহস্পতিবার রাজভবন থেকে নবান্ন পৌঁছয় ওই সুপারিশ। তাতে রাজ্যের রাজ্যপাল অভিযোগ করেছেন, রাজ্যের শিক্ষামন্ত্রী ভোট আবহে আদর্শ আচরণ বিধি ভঙ্গ করেছেন। আর সেই কারণেই তাঁকে সরানোর জন্য সুপারিশ করা হয়েছে। তবে ইতিমধ্যে সমাজমধ্যাম গোটা বিষয়টিকে হাস্যকর বলেছেন ব্রাত্য বসু। তাঁর মতে, "দেশের রাষ্ট্রপতির কাছে আমি যদি রাজ্যপালকে সরানোর সুপারিশ করতাম, সেক্ষেত্রে বিষয়টা যতটা হাস্যকর হয়, এক্ষেত্রেও তাই।" সঙ্গেই বলেন, তিনি কোনও নির্বাচনী বিধি ভেঙে থাকলে যে কোনও রাজনৈতিক দলের সেটি নির্বাচন কমিশনের নজরে আনার অধিকার রয়েছে। কিন্তু এই অভিযোগ সামনে এনে রাজ্যপাল নিজের সাংবিধানিক পদের অপব্যবহার করছেন, এবং নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে আনছেন। একই সঙ্গে পোস্টে ব্রাত্য জানিয়েছেন, " ভারতের সংবিধান অনুযায়ী কোনও রাজ্যের মন্ত্রীকে নিয়োগ বা অপসারণের সুপারিশ করতে পারেন একমাত্র মুখ্যমন্ত্রী। " রাজ্যপাল নিজের সাংবিধানিক সীমা লঙ্ঘন করেছেন বলেও সুর চড়িয়েছেন ব্রাত্য।
  • Link to this news (আজকাল)