Lok Sabha Election Live Update : 'ভোটের আগে হিংসা ছড়ানোর খেলা', বললেন মমতা
এই সময় | ০৫ এপ্রিল ২০২৪
জোর কদমে চলছে ভোটের প্রচার। চলছে সভা, মিছিল, মিটিং, সমাবেশ। ইতিমধ্যেই দলীয় প্রার্থীদের হয়ে প্রচার সভা শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে উত্তরবঙ্গে রয়েছেন তৃণমূল নেত্রী। আজ জোড়া সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তুফানগঞ্জে সভা রয়েছে মমতার। তুফানগঞ্জের নাগুর হাট হাইস্কুলের মাঠে দুপুরে সভা করবেন তিনি। আর তাঁর দ্বিতীয় সভাটি রয়েছে জলপাইগুড়িতে।>'গতকাল প্রধানমন্ত্রী এলেন, অনেক বিরুদ্ধে কথা বলেন, কিন্তু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার নিয়ে কোনও কথা বলেননি, তখন মোদী কা গ্যরান্টি কোথায় গেল?' জলপাইগুড়িতে প্রশ্ন তুললেন মমতা।
>জোড়াফুল আমি বুকে করে নিয়ে চলি, আমার পুজোর আসনেও থাকে : মমতা
>'ঝড়ে যাদের বাড়ি ভেঙে গিয়েছে, তাঁদের টাকা এখুনি দিতে হবে', তুফানগঞ্জে দাবি তুললেন মমতা
>আমি সবার জন্য ছিলাম, আছি, থাকব, শুধুহিংসা করতে দবেনে না। ১৯ তারিখ কেন প্রথম ভোট রেখেছে জানেন, ১৭ তারিখ রামনবমী, ভোটের আগে হিংসা ছড়ানোর খেলা : মমতা
>আমি চা বাগানে গিয়ে চা শ্রমিকদের পোশাক পরে চা পাতা তুলি, আমি জানি কী ভাবে চা পাতা তুলতে হয় : মমতা
>বিজেপি কল সেন্টার থেকে ফোন করে বাড়ির জন্য বলছে, বলছে নতুন করে নাম নথিভুক্ত করতে, করবেন না, আপনাদের নাম ইতিমধ্যেই আছে : মমতা
>প্রকাশ চিক বরাইককে রাজ্যসভায় টিকিট দিয়েছিলাম, ও বলল, দিদি আমি মানুষের কাজ করতে চাই। আমি লোকসভায় থাকতে চাই, তাই ওঁকে লোকসভায় টিকিট দিলাম। দয়া করে ভোটটা ওঁকে দেবেন : মমতা
>সিএএ হচ্ছে মাছের মাথা, আর এনআরসি হচ্ছে লেজ, আমি তো আমার বাবার সার্টিফিকেট দিতে পারব না, আপনারা কী করে দেবেন? আমরা CAA মানব না, এনআরসি মানব না : মমতা
> আমারা সবুজসাথী দিয়েছি, কাস্ট সার্টিফিকেট দিয়েছি, রাজবংশী কামতাপুরী ভাষার স্বীকৃতি দিয়েছি, গোর্খা ভাষাকে স্বীকৃতি দিয়েছি, ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি দিয়েছি : মমতা
>'আপনি বিচার দিয়ে ছেলেমেয়ের চাকরি খেয়েছেন, এবার জনগণ আপনার চাকরি খাবে, এটা জনগণের আদালত', নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা মমতার।
>গণতন্ত্রকে শেষ করেছে বিজেপি, নিজেরা মধু খেয়ে বেড়াচ্ছে, বিজেপি করলেই ওয়াশিং মেশিনে সাদা হয়ে যাচ্ছে, আর তৃণমূল করলেই কালো : মমতা
> নির্বাচন না হলে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে যাঁদের সব চলে গিয়েছে, তাঁদের জন্য আমি ঘর বানিয়ে দিতাম, ১ সেকেন্ড লাগত না : মমতা
> বাংলায় দুর্নীতি হয়ে থাকলে ব্যবস্থা হয়েছে, উত্তরবঙ্গে ৮৫ লাখ দুর্নীতির কেস হয়েছে, বাংলাকে দুর্নীতির কথা বলবে না : মমতা
> কেউ কেউ দুষ্টুমি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছ : মমতা
>'গতকাল প্রধানমন্ত্রী সভা করলেন, কার জন্য করলেন? যাঁর জন্য করেছেন, তাঁকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম। সে খুন করত, দাঙ্গা করত। আমাদের প্রার্থী ভদ্রলোক', তুফানগঞ্জে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।
>'আমার চাইছি ৫ হাজার লোক তাঁরা যেন আশ্রয় পান, আমরা টাকা দেব', তুফানগঞ্জে বললেন মমতা
এর আগে, গতকাল কোচবিহারে মাথাভাঙা ও জলপাইগুড়িতেও সভা ছিল তাঁর। সেখানেও দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার সভা করেন তিনি। কোচবিহারের দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া ও জলপাইগুড়ির দলীয় প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে সভা করেন মমতা। তৃণমূল প্রার্থীদের ভোট দেওয়ার আবেদনও জানান তিনি।
বৃহস্পতিবার উভয় সভা থেকেই স্বভাসিদ্ধ ভঙ্গিতে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবাস যোজনা ও ১০০ দিনের কাজের টাকা এখনও আটকে রাখার অভিযোগ তুলে ফের একাবর নিশানা করেন মমতা। পাশাপাশি কোচবিহারের সভা থেকে নাম না করে সেখানকার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককেও কড়া ভাষায় আক্রমণ করেন মমতা
অন্যদিকে লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে একের পর এক সাংগঠনিক বৈঠক সারছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আজ মালদা জেলা তৃণমূলের সঙ্গে বৈঠক করবেন তিনি। এর আগে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মালদা উত্তর এবং দক্ষিণ দু'টির কোনও আসনেই জয় পায়নি তৃণমূল। এবারের নির্বাচনে মালদা উত্তর আসনে প্রাক্তন পুলিশকর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং মালদা দক্ষিণ আসনে শাহনাওয়াজ আলি রেহানকে দাঁড় করিয়েছে তৃণমূল।