Cancer Treatment: এবার দেশীয় পদ্ধতিতেই ক্যানসারের চিকিৎসা! কোটি টাকার খরচ কমবে ১৪ গুণ
এই সময় | ০৫ এপ্রিল ২০২৪
চিকিৎসাশাস্ত্রের অগ্রগতির কাছে বহু ভয়াবহ ব্য়ধি নতজানু হয়েছে। কিন্তু আজ ক্যানসার মানেই এক আতঙ্কের নাম। ক্য়ানসারের আর এক নাম মারণ রোগ, মৃত্যু ভয়। কার শরীরে কখন যে নিশ্চুপে বাসা বাঁধবে এই রোগ তা টেরও পাওয়া যায় না। শুধু রোগীকেই নয়, এই রোগ ঝাঁঝরা করে দেয় রোগীর সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলোকে। চোখের সামনে স্বজনকে কষ্ট পেতে দেখা নিজের যন্ত্রণার চেয়ে কোনও অংশে কম নয়। তারই মধ্যে রয়েছে ক্যানারের চিকিৎসার বিপুল খরচের ধাক্কা। মধ্য়বিত্ত পরিবার কখনও কখনও শেষ সম্বলটুকু বিক্রি করে দিতেই খরচ জোগাতে হিমশিম খান। তবে এবার আশার আলো দেখাচ্ছে CAR T-cell থেরাপি। ক্যানসারের ক্ষেত্রে দেশের নতুন একটি চিকিৎসা পদ্ধতির আবিষ্কার হয়েছে ও বিগত কয়েক বছরে তা প্রচারও পেয়েছে। দেশীয় এই চিকিৎসা পদ্ধতির খরচ অন্য দেশের ক্যানসারের চিকিৎসার তুলনায় অনেকটাই কম।ভারতে তৈরি থেরাপির নাম হল – NexCAR19 CAR T-cell থেরাপি। আইআইটি বোম্বে এবং টাটা মেমোরিয়াল সেন্টার যৌথভাবে এই জিন-ভিত্তিক চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছে।
আইআইটি বোম্বের ডিরেক্টর, অধ্যাপক শুভাশীষ চৌধুরীর কথায়, 'বিদেশে এই চিকিৎসার খরচ প্রায় ৪ কোটি। সেখানে ভারতের এই চিকিৎসার খরচ পড়বে ৩০ লাখ টাকা।' ৪ এপ্রিল বৃহস্পতিবার IIT বম্বেতে দেশীয় পদ্ধতিতে জিন থেরাপির মাধ্যমে ক্য়ানাসারের চিকিৎসার সূচনা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই চিকিৎসার পদ্ধতির সূচনা করে মুর্মু বলেন, 'ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে ভারতে প্রথম জিন থেরাপির মাধ্যমে চিকিৎসা নিঃসন্দেহে এক মাইলফলক অর্জন। ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে দেশকে আরও শক্তিশালী করে তুলবে এই দেশীয় চিকিৎসা পদ্ধতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই চিকিৎসা পদ্ধতি আসলে কী?
CAR হল টি-সেল ইমিউনোথেরাপি এবং জিন থেরাপির একটি রূপ। এতে শ্বেত রক্তকণিকা এবং টি কোষকে সরিয়ে বিভিন্ন উপায়ে পুনরায় শরীরে প্রবেশ করানো হয়। টি কোষগুলি যাতে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে পারে সেই ব্যবস্তা করা হয়। বিষয়টা ঠিক যুদ্ধে নামার আগে সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার মতো। একই ভাবে এই থেরাপিতে শরীরের কোষগুলিকে শক্তিশালী করা হয় এবং কোষগুলিকে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার সামর্থ্য জোগানো হয়।
আতঙ্কের নাম ক্যানসার
দ্য ল্যানসেট রিজিওনাল হেলথ সাউথইস্ট এশিয়া জার্নালের একটি প্রতিবেদন অনুসারে, ২০১৯ সালে ভারতে প্রায় ১২ লাখ মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ক্য়ানসারে মৃত্যু হয়েছে ৯.৩ লাখ রোগীর। ক্যানসারে আক্রান্ত হওয়ার বিচারে এশিয়ার মধ্য়ে দ্বিতীয় বৃহত্তম দেশ ভারত।
কেন বিশেষ এই থেরাপি?
NexCAR19 CAR T-সেল থেরাপি হল ভারতের প্রথম 'মেক ইন ইন্ডিয়া' CAR T-সেল থেরাপি। এই পদ্ধতিতে চিকিৎসার খরচ অনেকটাই কমবে বলে আশা। বিশেষজ্ঞদের মতে, CAR হল টি-সেল ইমিউনোথেরাপি এবং জিন থেরাপির একটি রূপ। জিন ভিত্তিক থেরাপি বিভিন্ন ধরনের ক্যানসার নিরাময়ে সাহায্য করবে।