Kolkata To Pankyong Flight : মাত্র ১ ঘণ্টায় কলকাতা থেকে সিকিম! সপ্তাহে কোন দিন কত ভাড়ায় উড়ান?
এই সময় | ০৫ এপ্রিল ২০২৪
ছয় মাস বন্ধ থাকার পর সিকিমে ফের চালু হয়েছে প্যাকিয়ং বিমানবন্দরে উড়ান পরিষেবা। মাত্র ১ ঘণ্টাতেই এবার কলকাতা থেকে সিকিম পৌঁছে যাওয়ার দুর্দান্ত সুযোগ পর্যটকদের কাছে। সপ্তাহের কোন কোন দিন এই উড়ান পরিষেবা মিলবে? কত খরচ পড়বে?দিল্লি এবং কলকাতা থেকে আপাতত সিকিমের প্যাকিয়ং বিমানবন্দর পর্যন্ত মিলছে পরিষেবা। গত ৩১ মার্চ থেকে এই দুই গুরুত্বপূর্ণ শহর থেকে সিকিমের এই বিমানবন্দরে যাতায়াত শুরু করেছে বিমান। একাধিক বেসরকারি সংস্থা উড়ান পরিষেবা শুরু করেছে প্যাকিয়ং বিমানবন্দরে। তার মধ্যে অন্যতম স্পাইসজেট। সপ্তাহে পাঁচদিন দিল্লি থেকে স্পাইসজেটের বিমান যাচ্ছে প্যাকিয়ং বিমানবন্দরে। কলকাতা থেকে স্পাইসজেটের এই পরিষেবা মিলছে সপ্তাহের সাত দিনই।
কী কী বাড়তি সুবিধা পাবেন পর্যটকরা?প্যাকিয়ং বিমানবন্দরের কার্যবাহী এয়ারপোর্ট ডিরেক্টর বি টি পোটে বলেন, 'গরমের ছুটিতে কলকাতা এবং দিল্লির মতো শহর থেকে প্রচুর সংখ্যক মানুষ সিকিমে বেড়াতে আসেন। প্যাকিয়ং এয়ারপোর্ট পুনরায় চালু হওয়ায় আকাশপথ ব্যবহার করতে আর কোনও সমস্যা থাকবে না ভ্রমণপিপাসুদের। অনেক সহজেই তারা সিকিমে পৌঁছে যেতে পারবেন। গত ৩১ মার্চ থেকে শুরু হয়েছে এই এয়ারপোর্টে বিমান পরিষেবা। হিমালয়ে ঘেরা এই পর্যটন স্থলে পর্যটকদের যাত্রা এখন আরও সহজ।'
কোন কোন সময় মিলবে উড়ান পরিষেবা?দিল্লি এবং কলকাতা থেকে স্পাইসজেট প্যাকিয়ং বিমানবন্দর থেকে পরিষেবা সংক্রান্ত একটি সূচি প্রকাশ করেছে। এয়ারলাইন্সের শিডিউল অনুযায়ী, কলকাতা থেকে প্রতিদিন স্পাইসজেটের বিমান সকাল ৮টা ৫ মিনিটে উড়বে। প্যাকিয়ং পৌঁছবে সকাল ৯টা বেজে ৩৫ মিনিটে। একইসঙ্গে সকাল সাড়ে ১০টার সময় সিকিমের এয়ারপোর্ট থেকে ফিরতি বিমান রওনা দিয়ে কলকাতা পৌঁছবে বেলা ১২টা ১০ মিনিটে। ঠিক একইভাবে দিল্লি থেকে সকাল ৯টা ৪৫ মিনিটে বিমান রওনা থেকে সিকিমের উদ্দেশে। প্যাকিয়ং পৌঁছবে দুপুর ১২টা ৪০ মিনিটে। ফিরতি বিমানটি সিকিম থেকে ১টা ১০ মিনিটে রওনা হয়ে বিকেল ৪টে ১০ মিনিটে দিল্লি পৌঁছবে।
বিমান ভাড়া কত?কলকাতা টু প্যাকিয়ং ইন্ডিগো বিমানের ভাড়া ৫ হাজার ৬৮ টাকা। স্পাইসজেট উড়ানের ভাড়া ৫ হাজার ২৭৬ টাকা। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ভাড়া ৫ হাজার ৫৫ টাকা। পাশাপাশি দিল্লি থেকে প্যাকিয়ং বিমানবন্দর পর্যন্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ভাড়া ৬ হাজার ৩১৫ টাকা। ইন্ডিগো এবং স্পাইসজেটের ভাড়া যথাক্রমে ৬ হাজার ৪৯৯ টাকা এবং ৯ হাজার ৩১৩ টাকা।