• Heat Wave India : ভোট তাপপ্রবাহের মোকাবিলায় তৈরি থাক সরকারি স্বাস্থ্যক্ষেত্র, বার্তা কেন্দ্রের
    এই সময় | ০৫ এপ্রিল ২০২৪
  • এই সময়: নির্বাচনী মরশুমে গরমে অসুস্থতাজনিত প্রস্তুতিতে যেন কোনও খামতি না থাকে। এই মর্মে সব রাজ্যকে বার্তা দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। বুধবার সন্ধ্যায় তিনি এইমস-সহ দিল্লির কয়েকটি বড় হাসপাতালের কর্তা এবং কেন্দ্রীয় মন্ত্রকের শীর্ষস্থানীয় স্বাস্থ্যকর্তাদের বৈঠক ডেকেছিলেন।সেখানেই আলোচনার পরে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে মাণ্ডব্য নির্দেশ দেন, ভোটের সময়ে এই ভয়ঙ্কর গরমের মোকাবিলার জন্য যেন প্রস্তুত থাকে সব সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান। বিশেষ করে কোনও ভোটার কিংবা রাজনৈতিক কর্মী বা প্রার্থী প্রচার চলাকালীন অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়, তার উপর জোর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

    কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, জরুরি ভিত্তিতে মন্ত্রীর বৈঠকের বসার মূলত দুটি কারণ রয়েছে। প্রথমত, আবহাওয়া দপ্তর কয়েক দিন আগেই জানিয়েছে, এপ্রিল থেকে জুন প্রায় সারা দেশজুড়েই চলবে তীব্র তাপপ্রবাহ। অতীতের বহু সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এ বছর ভেঙে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অধিকাংশ জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলেও পূর্বাভাস।

    আর দ্বিতীয়ত, ঠিক সেই দাবদাহের মধ্যেই হচ্ছে এবারের লোকসভা ভোট। যে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত ভোটপ্রার্থী, রাজনৈতিক দলের লক্ষ লক্ষ কর্মী, কয়েক লাখ ভোটকর্মী এবং কোটি কোটি সাধারণ ভোটার। তাই গরমের জেরে অসুস্থতা সামাল দিতে যাতে যথেষ্ট প্রস্তুত থাকে সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলি, তা নিশ্চিত করতে চেয়েছেন মাণ্ডব্য।

    তাই বৈঠকের পরেই সব রাজ্যকে এ নিয়ে চিঠিও দেওয়া হচ্ছে মন্ত্রকের তরফে। মনসুখ মাণ্ডব্যের বক্তব্য, ‘সময়োচিত, অত্যাধুনিক এবং সম্প্রসারিত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করাই আমাদের সকলের লক্ষ্য। প্রয়োজন, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের। যাতে এই ভয়াবহ গরমে যথাসম্ভব কম মানুষ অসুস্থ হন। তা হলেই তাপপ্রবাহের দাপটকে প্রশমিত করা সম্ভব।’

    তিনি জানান, এপ্রিলের গোড়াতেই দেশের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০-৪২ ডিগ্রি ছুঁয়ে ফেলছে। তাই এবারের গ্রীষ্মে হিট স্ট্রোকের মতো প্রাণঘাতী ঘটনা ঘটার আশঙ্কা অন্যান্য বারের চেয়ে ঢের বেশি। আর তার মধ্যেই যেহেতু ভোটপর্ব চলছে, তাই একের পর এক মিটিং, মিছিল, জনসভায় প্রচুর মানুষের সমাগম ঘটবে, প্রার্থীরাও লাগাতার প্রচার চালাবেন।

    সর্বোপরি দেশজোড়া সাতদফা নির্বাচনে বুথের লাইনে দাঁড়াবেন কোটি কোটি ভোটার। এঁদের সকলেরই অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকছেই। সেই পরিস্থিতি সামাল দিতেই আগাম প্রস্তুতি সেরে রাখতে চায় সরকার। ফলে এ ব্যাপারে প্রতিটি রাজ্য সরকারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
  • Link to this news (এই সময়)