• মুখ্যমন্ত্রীর সভার আগেই তুফানগঞ্জে খুন, এলোপাথাড়ি কোপে ব্যবসায়ীর মৃত্যু
    এই সময় | ০৫ এপ্রিল ২০২৪
  • শুক্রবার তুফানগঞ্জে নির্বাচনী প্রচার সভা করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তার আগেই প্রকাশ্য বাজারে এক ব্যবসায়ীকে ধারাল অস্ত্রের কোপ মেরে খুনের অভিযোগে ছড়াল ব্যাপক চাঞ্চল্য। নিহত ব্যবসায়ীর নাম সজল সাহা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মারুগঞ্জ বাজারে।জানা গিয়েছে, মারুগঞ্জ বাজারেই মুদিখানার দোকান রয়েছে সজল সাহার। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও দোকানে ছিলেন। রাতে পিছন ঘুরে দোকানের শাটার বন্ধ করছিলেন তিনি। অভিযোগ, সেই সময়ই আচমকা ধারাল অস্ত্র নিয়ে সজলের দোকানের সামনে হাজির হয় এক যুবক। কেউ কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যবসায়ীর মাথায় ও বুকে অস্ত্র দিয়ে কোপ বসাতে শুরু করে সে। তারপর দ্রুত সেখান পালিয়ে যায় সে। এদিকে রক্তাক্ত অবস্থায় দোকানের সামনেই লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী। রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। যদিও হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী।

    এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যেও। তড়িঘড়ি সমস্ত দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। রাতের পর শুক্রবার সকালেও থমথমে গোটা এলাকা। ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে এদিন তুফানগঞ্জেই সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সভা করেন তিনি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সবার আগেই এই ধরনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

    এর আগে গতবছর নভেম্বর মাসেও এক ব্যবসায়ীর খুনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এই তুফানগঞ্জেই। কোচবিহারের তুফানগঞ্জের বলরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের কামাত শেওড়াগুড়ি এলাকায় স্থানীয় এক ছানা ব্যবসায়ীর দেহ উদ্ধারের ঘটনায় ছড়ায় চাঞ্চল্য। ওই ব্যবসায়ীর নাম ছিল সুব্রত দাস।সেই সময় ব্যবসায়ীর পরিবারের তরফে দৈবি করা হয়, ছানা ব্যবসায়ী যখন বাড়ি ফিরছিলেন, সেই সময়ই বলরামপুর রোডের উপর তাঁকে খুন করা হয়। রাস্তার উপরে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রাই খবর দেন পুলিশে। দেহের পাশেই পড়ে ছিল ওই ব্যবসায়ীর বাইকটিও। সেই ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ করেন স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দারা। আর এবার এই ঘটনাতেও ফের একবার চাপা উত্তেজনা এলাকায়।
  • Link to this news (এই সময়)