বনগাঁ-শিয়ালদা শাখায় সিগন্যালিংয়ের সমস্যা, লেট একাধিক ট্রেন, কখন স্বাভাবিক পরিষেবা?
এই সময় | ০৫ এপ্রিল ২০২৪
একে গরম। তার উপর ট্রেন যেন নড়েই না। শুক্রে রীতিমতো বিপাকে পড়তে হল বনগাঁ- শিয়ালদা শাখার যাত্রীদের। তাঁদের দাবি, মধ্যমগ্রামের পর থেকে ট্রেন লেট চলছে। কারণ হিসেবে প্রাথমিকভাবে উঠে এসেছিল নিউ ব্যারাকপুর স্টেশনের কাছে রেল ট্র্যাক চেকিংয়ের কাজ।দুটি ট্র্যাকের মাঝে যে ফাঁকা অংশ এবং ট্র্যাকের নীচের অংশে যে ফাঁকা জায়গাগুলি রয়েছে তা পরীক্ষা করে মেরামতির প্রক্রিয়া চলছে বলে কর্মরত রেলকর্মীদের দাবি। যদিও এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'সিগন্যালিংয়ের কিছু সমস্যা রয়েছে।'
কী দাবি যাত্রীদের?
যাত্রীদের দাবি, ট্রেন আটকে না থাকলেও বিস্তর লেট। নিউ ব্যারাকপুর স্টেশনে ঢোকার আগে কিছুটা ধীর গতিতে ট্রেন প্রবেশ করছে। ডাউন লাইনে সব ট্রেনই নিউ ব্যারাকপুর স্টেশনে ঢোকার আগে থেকে কিছুটা লেট হচ্ছে বলে দাবি যাত্রীদের একাংশের।
এই বিষয়ে এই সময় ডিজিটাল-এর ক্যামেরায় ট্র্যাকে কর্মরত কিছু কর্মীরা দাবি করেন, কোনও জায়গায় ট্রাকে গ্যাপ রয়েছে কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। ফলে ট্রেন কিছুটা লেটে চলছে। এইভাবেই মেরামতির কাজ চলে,এছাড়া কোন উপায় নেই বলেও দাবি তাঁদের।
অন্যদিকে, বনগাঁ থেকে মধ্যমগ্রাম পর্যন্ত কোন সমস্যা নেই। নিউ ব্যারাকপুর স্টেশন থেকে সমস্যা হচ্ছে লেট হওয়ার, দাবি ট্রেন যাত্রীদের। অর্থাৎ বনগাঁ থেকে শিয়ালদা যাওয়ার সময় মধ্যমগ্রাম পর্যন্ত ট্রেন ঠিকমতো চলাচল করছে। কিন্তু, নিউ ব্যারাকপুর থেকে শিয়ালদা পৌঁছতে গিয়ে বিস্তর বেগ পোহাতে হচ্ছে যাত্রীদের। কারণ ট্রেন লেটে চলছে।
বনগাঁ-শিয়ালদা শাখায় ট্রেন যখন দমদম প্রবেশ করে,তখন আর একটি লাইন,অর্থাৎ মেইন লাইন মিলিত হয়। সেই মেন লাইনের অসংখ্য ট্রেনের নির্দিষ্ট সময়সূচি রয়েছে। পাশাপাশি দূরপাল্লার একাধিক ট্রেন শিয়ালদায় প্রবেশ করে। ফলে বনগাঁ লাইনের যেসব ট্রেন লেট করছে সেই ট্রেন দমদমে প্রবেশের আগে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে পড়ছে কিছুটা সময়। সবমিলিয়ে বিস্তর সমস্যার মুখে পড়তে হচ্ছে যাত্রীদের, সূত্রের খবর এমনটাই। কর্মব্যস্ত দিন অন্যদিকে দাবদাহ, সবমিলিয়ে নাজেহাল সাধারণ যাত্রীরা।
সংশ্লিষ্ট লাইনে ট্রেন লেটে চলার কারণ জানার জন্য পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘একটা সিগন্যালের সমস্যা হয়েছিল।’ দ্রুত পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।