অসীম যেন এই সময়ের রূপচাঁদ পক্ষী, শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ
এই সময় | ০৫ এপ্রিল ২০২৪
সূর্যকান্ত কুমার, কালনা : উনিশ শতকের কলকাতাকেই যেন ফিরিয়ে আনছেন বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার। মনে করিয়ে দিচ্ছেন সেই সময়ের কবিয়াল রূপচাঁদ পক্ষীকে। অন্তত প্রার্থীর একটি স্বরচিত ইংরেজি গানে তেমনই আভাস পাচ্ছেন রসিকজন।বিজেপি প্রার্থী অসীম সরকারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে দলের অন্দরেই উঠেছে প্রশ্ন। পাশাপাশি চলছে টিটিকিরি, কটাক্ষের বন্যা। পোস্টারও পড়েছে কয়েক জায়গায়। তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএমের প্রার্থী নীরব খাঁ-ও। পাল্টা জবাবে ইংরেজিকে আশ্রয় করে গান বেঁধে শুনিয়ে দিয়েছেন অসীম।
বৃহস্পতিবার পূর্বস্থলীর পারুলিয়ায় প্রচারে সেই গানের কলি শুনিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অসীম বলেছেন, ‘এবার কে সামনে আসবে আসুক দেখি।’ ইংরেজিতে কী গান লিখেছেন পদ্ম-প্রার্থী? গেয়ে ওঠেন অসীম, ‘হরি ইউ আর মাই সিকিউরিটি, মাই ডিউটি ইজ অলওয়েজ ইওর নেম, আই থট আই অ্যাম দ্য গ্রেটেস্ট লিডার, বাট অল থিংস আর ইওর গেম।’
এখানেই অনেকে মিল খুঁজে পেয়েছেন উনিশ শতকের কলকাতার জনপ্রিয় কবিয়াল রূপচাঁদ পক্ষীর সঙ্গে। স্বভাবকবি রূপচাঁদ ওই সময়ে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিয়ে বঙ্গের রসিক সমাজে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছিলেন। তাঁর গান শোনার বায়না আসত বিভিন্ন জমিদারবাড়ি থেকে। সাহেবরাও শুনতেন তাঁর গান। কিন্তু, ব্রিটিশ সাহেব তাঁর গানের অর্থ বুঝবেন কী করে?
পাখির বেশধারী রূপচাঁদ আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলতেন, সাহেবদের বোঝার মতো করেই তিনি গান বাঁধবেন। তার পরই তিনি গেয়েছিলেন সেই গান যা তাঁকে আরও বিখ্যাত করে তোলে। কী ছিল সেই গান? রূপচাঁদ গেয়েছিলেন, ‘লেট মি গো ওরে দ্বারী, আই ভিজি়ট টু বংশীধারী।’ ওই গানেরই একটি জায়গায় ছিল ‘মরাল ক্যারেক্টার শোনো, বাটার থিফ ননী চোরো...।’
নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বলতে গিয়ে গর্ব ঝড়ে পড়ে অসীমের গলায়। বলেন, ‘আমাকে দর্শন, বেদ, পুরাণ, চৈতন্যচরিতামৃত পড়তে হয়েছে। না হলে সারা বিশ্বে কবিগান নিয়ে কী করলাম। হয়তো স্কুল সার্টিফিকেট দিতে পারিনি কিন্তু, পড়াশোনা করতে হয়েছে, এটুকু বলতে পারি।’
তাও কটাক্ষ থামছে কই। এদিন পূর্বস্থলী-১ এর দোগাছিয়া বাজারে প্রচারে আসেন সিপিএম প্রার্থী নীরব খাঁ। সেখানে অসীম সরকারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, ‘যে দলের প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে সে দলে প্রার্থীর ক্ষেত্রে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। এক জন সাংসদের শিক্ষাগত যোগ্যতা না থাকলে সংসদে তিনি কী প্রশ্ন করবেন?’ জবাবে অসীম বলেছেন, ‘উনি দেখতে পাবেন সংসদে অসীম সরকার কী ভাবে কথা বলে।’