Governor VS Nabanna: সংঘাত তুঙ্গে! রাজ্যপালের ক্ষমতা ‘স্মরণ’ করিয়েছিলেন বোস, পাল্টা তাঁকে এক্তিয়ার বোঝাল নবান্ন
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৫ এপ্রিল ২০২৪
Governor CV Anand Bose VS Education Minister Bratya Bose:
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরানো নিয়ে পরিস্থিতি জটিল হয়েছিল। এরপর লক্ষ্মীবারে রাজভবন-নবান্ন সংঘাত তুঙ্গে ওঠে। যা শুক্রবার আরও চড়েছে। বৃহস্পতিবার ‘রিপোর্ট কার্ড’ পেশ করেন রাজ্যপাল। সেখানেই রাজ্যপাল তথা রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির আচার্যের তরফে হুঁশিয়ারির সুর ছিল। দাবি করা হয়, রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা নবান্ন ‘কুক্ষিগত’ করতে মরিয়া। ‘রিপোর্ট কার্ডে’ লেখা হয়, ‘রাজ্য সরকারের উচ্চশিক্ষা দফতরের বেআইনি আদেশে যে সকল উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কাজ স্তব্ধ করে রেখেছেন, আচার্য তাঁদের সতর্ক করছেন।’ রাজভবনের তরফে ওই বিবৃতিতে সুপ্রিম কোর্ট এবং হাই কোর্টের আদেশের কথা উল্লেখ করে আচার্যের ক্ষমতা ‘স্মরণ’ করানো হয়।